TRENDING:

Exclusive | SSC : 'SSC চেয়ারম্যানরা পুতুল!' SLST ইতিহাসের চাকরি বাতিল করে বিস্ফোরক পর্যবেক্ষণ হাইকোর্টের

Last Updated:

Exclusive | SSC : ভুয়ো নিয়োগে খরচ হওয়া বেতন পুনরুদ্ধারেরও নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কাদের অঙ্গুলিহেলনে প্রভাবিত চেয়ারম্যানরা? কোন অঙ্গুলিহেলনে বেআইনি কাজ কমিশনে?  আদালত জানতে চাওয়ায়, বিস্ফোরক মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে'র। ২০১৯-২০ বর্ষে প্রাক্তন দুই স্কুল সার্ভিস কমিশন (Exclusive | SSC) চেয়ারম্যানকে সশরীরে তলব হাইকোর্টের। ২৮ ফেব্রুয়ারি দুপুর ২টো তলব করা হয়েছে দুই প্রাক্তন চেয়ারম্যানকে।
এস এস সি নিয়োগ মামলা
প্রতীকী ছবি।
এস এস সি নিয়োগ মামলা প্রতীকী ছবি।
advertisement

আরও পড়ুন : আনিসের বাবার সঙ্গে কথা বললেন SIT তদন্তকারীরা, CBI তদন্তের দাবি পরিবারের

পাশাপাশি, মঙ্গলবার  হাইকোর্ট SLST নবম-দশমে আবারও চাকরি (Exclusive | SSC) বাতিল করে দিয়েছে।গণিতের পর এবার ইতিহাসের শিক্ষকের চাকরি বাতিল করা হল। সহ শিক্ষক পদে কাজ করতে পারবেন না সেখ ইনসান আলি, এমনই নির্দেশ একক বেঞ্চের। ভুয়ো নিয়োগে খরচ হওয়া বেতন পুনরুদ্ধারেরও নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন ভরা এজলাসে আরও মন্তব্য করেন, 'ব্লু আইড'দের বেছে বেছে নিয়োগ (SSC Recruitment) সুপারিশ দেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন : ভোটের মুখে দলের কর্মীদের অবাক করে কী বললেন সাংসদ আলুওয়ালিয়া!

এই নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেন সেতাব উদ্দিন সহ কয়েকজন। তাঁদের পরীক্ষা থেকে নিয়োগ প্রক্রিয়ায় প্রাপ্ত নম্বর ৮৭.১৭ বা তার থেকেও বেশি। তবু এই নম্বরের কম নম্বর পাওয়াদের চাকরির সুপারিশ পত্র দিয়েছে এসএসসি। রিপোর্ট দিয়ে এসএসসি ভুল স্বীকার করে নিলেও এসএসসির এই তত্ত্ব বা যুক্তি মানতে নারাজ কলকাতা হাইকোর্ট।

advertisement

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে জানান এক্ষেত্রে এসএসসি-র এই ভুল ইচ্ছাকৃত। একদিকে,  মামলাকারীকে জানাচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় বিবেচিত হওয়ার যোগ্যতামার্কস নেই অথচ মামলাকারী থেকে কম নম্বর পাওয়া ব্যক্তিকে কী ভাবে চাকরির (Exclusive | SSC) সুপারিশপত্র দিচ্ছে এসএসসি! একই নিয়োগ প্রার্থীকে দু-দুবার কী ভাবে সুপারিশপত্র পাঠাচ্ছে কমিশন?

আরও পড়ুন : ভয়াবহ আকার নিচ্ছে গঙ্গা- পদ্মার ভাঙন, মোদিকে চিঠি লিখলেন মমতা

advertisement

এস এল এস টি নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের প্যানেলের মেয়াদ শেষ হয় ১৮ ডিসেম্বর ২০১৯। প্রথমবার প্যানেল মেয়াদ শেষের  দিন নিয়োগ সুপারিশপত্র (SSC Recruitment) পাঠাচ্ছে আর দ্বিতীয় সুপারিশপত্র পাঠাচ্ছে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে। এমনটা কী ভাবে সম্ভব? প্রশ্ন হাইকোর্টের।

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিম জানান, হাইকোর্ট এসএলএসটি চাকরি বাতিলের সিদ্ধান্তের পাশাপাশি বেআইনি নিয়োগে সরকারের খরচ হওয়া বেতন পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছে। একজন এসএসসি চেয়ারম্যান দায়িত্বে থাকাকালীন অন্য একজনের সুপারিশপত্রে সই কী ভাবে হয় তাও আদালত (Calcutta High Court) জানতে চায়। আগামী ২৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Exclusive | SSC : 'SSC চেয়ারম্যানরা পুতুল!' SLST ইতিহাসের চাকরি বাতিল করে বিস্ফোরক পর্যবেক্ষণ হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল