আরও পড়ুন : আনিসের বাবার সঙ্গে কথা বললেন SIT তদন্তকারীরা, CBI তদন্তের দাবি পরিবারের
পাশাপাশি, মঙ্গলবার হাইকোর্ট SLST নবম-দশমে আবারও চাকরি (Exclusive | SSC) বাতিল করে দিয়েছে।গণিতের পর এবার ইতিহাসের শিক্ষকের চাকরি বাতিল করা হল। সহ শিক্ষক পদে কাজ করতে পারবেন না সেখ ইনসান আলি, এমনই নির্দেশ একক বেঞ্চের। ভুয়ো নিয়োগে খরচ হওয়া বেতন পুনরুদ্ধারেরও নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন ভরা এজলাসে আরও মন্তব্য করেন, 'ব্লু আইড'দের বেছে বেছে নিয়োগ (SSC Recruitment) সুপারিশ দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন : ভোটের মুখে দলের কর্মীদের অবাক করে কী বললেন সাংসদ আলুওয়ালিয়া!
এই নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেন সেতাব উদ্দিন সহ কয়েকজন। তাঁদের পরীক্ষা থেকে নিয়োগ প্রক্রিয়ায় প্রাপ্ত নম্বর ৮৭.১৭ বা তার থেকেও বেশি। তবু এই নম্বরের কম নম্বর পাওয়াদের চাকরির সুপারিশ পত্র দিয়েছে এসএসসি। রিপোর্ট দিয়ে এসএসসি ভুল স্বীকার করে নিলেও এসএসসির এই তত্ত্ব বা যুক্তি মানতে নারাজ কলকাতা হাইকোর্ট।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে জানান এক্ষেত্রে এসএসসি-র এই ভুল ইচ্ছাকৃত। একদিকে, মামলাকারীকে জানাচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় বিবেচিত হওয়ার যোগ্যতামার্কস নেই অথচ মামলাকারী থেকে কম নম্বর পাওয়া ব্যক্তিকে কী ভাবে চাকরির (Exclusive | SSC) সুপারিশপত্র দিচ্ছে এসএসসি! একই নিয়োগ প্রার্থীকে দু-দুবার কী ভাবে সুপারিশপত্র পাঠাচ্ছে কমিশন?
আরও পড়ুন : ভয়াবহ আকার নিচ্ছে গঙ্গা- পদ্মার ভাঙন, মোদিকে চিঠি লিখলেন মমতা
এস এল এস টি নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের প্যানেলের মেয়াদ শেষ হয় ১৮ ডিসেম্বর ২০১৯। প্রথমবার প্যানেল মেয়াদ শেষের দিন নিয়োগ সুপারিশপত্র (SSC Recruitment) পাঠাচ্ছে আর দ্বিতীয় সুপারিশপত্র পাঠাচ্ছে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে। এমনটা কী ভাবে সম্ভব? প্রশ্ন হাইকোর্টের।
মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিম জানান, হাইকোর্ট এসএলএসটি চাকরি বাতিলের সিদ্ধান্তের পাশাপাশি বেআইনি নিয়োগে সরকারের খরচ হওয়া বেতন পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছে। একজন এসএসসি চেয়ারম্যান দায়িত্বে থাকাকালীন অন্য একজনের সুপারিশপত্রে সই কী ভাবে হয় তাও আদালত (Calcutta High Court) জানতে চায়। আগামী ২৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।