TRENDING:

Abhijit Gangopadhyay: মহিলাদের শঙ্খধ্বনি-পুষ্পবৃষ্টিতে বরণ! বিজেপি-তে পা দিয়েই এক্স-জাস্টিসের হুঙ্কার, ‘২৬-এ তৃণমূলকে উৎখাত করতে বিদায়ঘণ্টা বাজাতে হবে ২৪-এই’

Last Updated:

এ দিন বেলা ১২টা নাগাদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যান বিজেপি নেতা অগ্নিমিত্রা পাল, সজল ঘোষেরা। সেখান থেকে মিনিট দশেকের মধ্যেই বিজেপি দফতরে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানাতে তৈরি ছিলেন বিজেপি কর্মীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিজেপিতে অবসরপ্রাপ্ত বিচারপতি। পদ্ম পতাকা হাতে তুলে নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগ দিয়েই তাঁর নিশানায় তৃণমূল। পদ্ম শিবিরে যোগ দিয়েই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন, ‘‘বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার। বাংলার প্রয়োজনে। বাংলাকে পিছিয়ে পড়তে দেখে বাঙালি হিসেবে কষ্ট হয়।’’
advertisement

শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, মঙ্গল পাণ্ডেদের হাত ধরে বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পদ্মের পতাকা হাতে নিয়েই সুর চড়ালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডাক দিলেন তৃণমূল সরকারকে উৎখাতের। বলেন, ‘‘আমার প্রথম উদ্দেশ্য বাংলা থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায়লগ্নের চব্বিশের ভোটেই সূচনা করে দেওয়া। যাতে ২০২৬ সালে তারা ক্ষমতায় আসতে না পারে।’’

advertisement

আরও পড়ুন: হঠাৎ করেই চলে গেলেন Dragon Ball-এর স্রষ্টা! সামনে এল মৃত্যুর আসল কারণ…অ্যানিমেশন দুনিয়ায় শোকের ছায়া

সল্টলেকের  বাসিন্দা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিজেপির সল্টলেকের অফিসে গিয়ে পদ্মশিবিরে যোগদান করেন তিনি। মঞ্চ আগে থেকেই প্রস্তুত ছিল। কারণ, আগেই তিনি বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি দলীয় কার্যালয়ে আসার অনেক আগে থেকেই দলীয় কর্মী সমর্থকেরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন। মহিলাদের উলুধ্বনি, শঙ্খধ্বনি আর পুষ্প বৃষ্টিতে বরণ করা হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।

advertisement

এ দিন বেলা ১২টা নাগাদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যান বিজেপি নেতা অগ্নিমিত্রা পাল, সজল ঘোষেরা। সেখান থেকে মিনিট দশেকের মধ্যেই বিজেপি দফতরে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানাতে তৈরি ছিলেন বিজেপি কর্মীরা। শাঁখ বাজিয়ে, ফুল ছুড়ে স্বাগত জানান। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি সল্টলেক অফিসের সামনের রাস্তায় এসে পৌঁছতেই রাস্তায় বিজেপি কর্মী সমর্থকরা দলীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে পড়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি থেকে নেমে পড়েন।

advertisement

আরও পড়ুন: ‘যেখানে দাঁড়াবেন, সেখানেই নিয়ে যাব চাকরিপ্রার্থীদের…,’ নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একের পর এক তোপ! জোরাল হুমকি মমতার

সেরা ভিডিও

আরও দেখুন
পকেটে পয়সা থাকলেই মিলবে পড়ার সরঞ্জাম, তদারকি ছাড়াই চলছে বেচাকেনা!
আরও দেখুন

বিজেপি কার্যালয় পর্যন্ত বেশ কিছুটা রাস্তা হেঁটেই বিজেপি রাজ্য অফিসে প্রবেশ করেন অবসরপ্রাপ্ত বিচারপতি। তখন থিক থিক করছে ভিড়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। এখন বিজেপি নেতা। আদালত থেকে কড়া নির্দেশ দিয়েছেন। এবার তিনি জনতার আদালতে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিংবা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা বলেন, ‘‘অবসরপ্রাপ্ত বিচারপতি গাঙ্গুলি আমাদের মাঝে যোগদান করায় আমরা খুশি। আজ থেকে নতুন লড়াইয়ের এক অধ্যায়ের সূচনা হল। আগামিদিনে বিজেপি তাঁকে সর্বতভাবে অর্থাৎ ইলেক্টোরাল পলিটিক্স এবং অন্যান্য জায়গায় ব্যবহার করবে।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhijit Gangopadhyay: মহিলাদের শঙ্খধ্বনি-পুষ্পবৃষ্টিতে বরণ! বিজেপি-তে পা দিয়েই এক্স-জাস্টিসের হুঙ্কার, ‘২৬-এ তৃণমূলকে উৎখাত করতে বিদায়ঘণ্টা বাজাতে হবে ২৪-এই’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল