উদ্বোধনের রেশ কাটার আগেই পান ও গুটখার পিকে রঙিন হয়ে উঠেছিল দক্ষিণেশ্বরের স্কাইওয়াক। তাতে তীব্র বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এবার সেই কলঙ্কের দাগ কলকাতার গর্বের প্রতীক বিশ্ববাংলা গেট চত্বরেও। উদ্বোধনের আগেই, গেটের নীচের লন, পার্কিংয়ের রাস্তা যেন ভরে গিয়েছে কালচে-লাল ছোপে।
বৃহস্পতিবার, গেট পরিদর্শনে যান নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ও হিডকোর কর্তারা। এমন ঝকঝকে জায়গার করুণ পরিণতি দেখে হতবাক তাঁরা।
advertisement
নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের ভাষায়, '' পিক ফেললে নিজেকে সাফ করতে হবে, এই ব্যবস্থা হচ্ছে! মুখ্যমমন্ত্রী বৈঠক ডেকেছেন, সেখানে আমাদের বক্তব্য জানাব। ''
সাফসুতরো জায়গা নোংরা করার বদভ্যাস বন্ধ করতে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য। যত্রতত্র পান, গুটখার পিক। শহরের নানা জায়গা এমনভাবে নিত্যদিন লাল। লজ্জায় লাল কলকাতা।
আরও পড়ুন-ফের শহরে অটো-যন্ত্রণা, বন্ধ বাগুইআটি-উল্টোডাঙা রুটের ১২০০ অটো