TRENDING:

কলা গাছের ফাইবার দিয়ে আস্ত একটা মণ্ডপ! তিন বছর ধরে বানিয়েছেন শিল্পী সুব্রত

Last Updated:

পৌরাণিক মতে, দেবগুরু বৃহস্পতিই আসলে কলাগাছ হিসাবে সংসারে সমৃদ্ধি বয়ে আনেন। এবার সেই দেড় লক্ষ কলাগাছের বাকল থেকেই গোটা মণ্ডপ তৈরি করে ফেলেছে ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজ কলকাতায় পুজোর '১৬ কলা পূর্ণ'। মেয়রের পুজোর থিম এবার ১৬ কলা পূর্ণ। কারণ কলাগাছ দিয়েই তৈরি করা হয়েছে একটা গোটা মণ্ডপ। বাংলার বারোমাসে তেরো পার্বণে কলাগাছ না থাকলেই নয়। গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, বিবাহ, উপনয়ন-সহ যে কোনও শুভ কাজেই কলাগাছের গুরুত্ব অপরিসীম।
advertisement

এবার সেই কলাগাছের বাকল থেকে তন্তু বার করে তরল প্যারাফিনে চুবিয়ে রেখে বানানো হয়েছে গোটা মণ্ডপ। গত তিন বছর ধরে নিজের স্টুডিওতে এই মণ্ডপের সামগ্রী তৈরি করেছেন শিল্পী সুব্রত মুখোপাধ্যায়। তাঁরই থিম এবার চেতলা অগ্রণীতে '১৬  কলা পূর্ণ'।

গোটা মণ্ডপ জুড়ে রাখা হয়েছে ১৬২টি অবয়ব। সেগুলি বাঙালির নানা শুভ মুহূর্তের সঙ্গে জুড়ে রয়েছে। কিন্তু কলা কেন? পৌরাণিক মতে, দেবগুরু বৃহস্পতিই আসলে কলাগাছ হিসাবে সংসারে সমৃদ্ধি বয়ে আনেন। এবার সেই দেড় লক্ষ কলাগাছের বাকল থেকেই গোটা মণ্ডপ তৈরি করে ফেলেছে ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণী।

advertisement

আরও পড়ুন: মহালয়ায় মমতার লেখা গানের অ্যালবাম, গলা দিয়েছেন একাধিক শিল্পীর সঙ্গে মুখ্যমন্ত্রী

আজ, মহালয়ার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মণ্ডপে প্রতিমার চোখ আঁকবেন। এছাড়া এই পুজো প্রাঙ্গণ থেকে একাধিক পুজোর ভারচুয়াল উদ্বোধন হওয়ার কথা।

পুজোর উদ্যোক্তা ফিরহাদ হাকিম বলেন, "এবারের পুজো বিশ্বজনীন। বাংলার শিল্পীদের ছোঁয়া এবার ফুটে উঠবে গোটা বিশ্ব জুড়েই। তাই পরিবেশ বান্ধব এই পুজোর আয়োজন করা হয়েছে। যে দেবী মূর্তি তৈরি করা হয়েছে, তাতে সমৃদ্ধি ও শান্তির রূপ তুলে ধরা হয়েছে। দেবী দূর্গার এখানে শস্যদায়িনী শাকম্ভরী রূপ। কোলেই লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিক রয়েছে।

advertisement

আরও পড়ুন: কৃষককে পুজোর মধ্য দিয়ে মহাপঞ্চমীর সন্ধ্যাবেলা শুরু হবে পুজো

মণ্ডপ ঢুকলেই দেখা মিলবে গোটাটাই একটা লোহার কাঠামোর উপর দাঁড়িয়ে রয়েছে। দেখা মিলবে বিশালাকার নৌকার। মণ্ডপের ছাদ সাজানো হয়েছে ১৬টি কলাপাতা দিয়ে৷ তবে এটি ৩৭০ কেজি লোহার ফ্রেমের সঙ্গে আটকানো আছে। এছাড়া মণ্ডপ জুড়ে দেখা যাবে রায়বেশের বীরগাথার নানা অবয়ব। পরিবেশবান্ধব এই পুজো ইতিমধ্যেই মণ্ডপ তৈরির কাজ দেখে গিয়েছেন ইউনেস্কোর প্রতিনিধিরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কলা গাছের ফাইবার দিয়ে আস্ত একটা মণ্ডপ! তিন বছর ধরে বানিয়েছেন শিল্পী সুব্রত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল