ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ৷ সকাল ৭টা ৪০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়ে অকাল তখত এক্সপ্রেস ৷ স্টেশন ছেড়ে বেরনোর কিছুক্ষণের মধ্যেই চলন্ত ট্রেন থেকে খুলে বেরিয়ে যায় ইঞ্জিন ৷ গতি কম থাকায় কোনও দুর্ঘটনা ঘটেনি ৷
পূর্ব রেলের CPRO রবি মহাপাত্র জানান, চলন্ত ট্রেনের প্রেসার পাইপ ভেঙেই ঘটে বিপত্তি ৷ তবে এঘটনাটি নিছক দুর্ঘটনা না গাফিলতি খতিয়ে দেখছে রেল ৷
advertisement
এদিকে প্রায় ৪৫ মিনিট আটকে থাকার পর দমদম স্টেশনে শুরু হয় মেরামতির কাজ ৷ সকাল ৮.২৪ মিনিটে অবশেষে দমদম স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশ্য রওনা হয় অকাল তখত এক্সপ্রেস ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 12, 2017 9:32 AM IST