advertisement
বৃহস্পতিবার ট্যুইট করে রাজ্য পুলিশের তরফে এই বড় পরিবর্তনের কথা জানানো হয়। পাশাপাশি জানানো হয়েছে, সাইবার ক্রাইমের ক্ষেত্রে এখন থেকে ফোন করতে হবে ১৯৩০ নম্বরে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার এই নতুন নম্বরটি চালু করেছে। আগে সাইবার ক্রাইম সংক্রান্ত অভিযোগ জানাতে ১৫৫২৬০ নম্বরে ফোন করতে হত। তবে নতুন নম্বরের সঙ্গে পুরনো নম্বর যুক্ত করা থাকায় আগের নম্বরে ফোন করলেও পরিষেবা পাওয়া যাবে। যেমন এখনও পুলিশে কোনও জরুরি অভিযোগ জানাতে ১০০ নম্বরে ডায়াল করতে পারেন।
ট্যুইটে নম্বর পরিবর্তনের তথ্য ছাড়াও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালবীয়-র একটি ভিডিও শেয়ার করা হয়, যেখানে তিনি জানান, গোটা দেশে এখন থেকে ১০০ নম্বরটি বদলিয়ে ১১২ করা হয়েছে এবং ১১২ লিঙ্ক করা থাকবে ১৫৫২৬০ নম্বরের সঙ্গে। পুরনো সব নম্বরকেই এখন ১১২-র সঙ্গে লিঙ্ক করা থাকছে। ১১২ নম্বরে ফোন করে কেউ কোনও অভিযোগ জানালে তা সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেওয়া হবে।