আসন্ন গ্রীষ্মকালে তীব্র তাপপ্রবাহ,কালবৈশাখী ও প্রাকৃতিক দুর্যোগের সময় যাতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক থাকে তা সুনিশ্চিত করার জন্য আজ বিদ্যুৎ ভবনে সমস্ত জেলার পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন সংস্থার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।
advertisement
পোল, কন্ডাক্টর কেবল, ট্রান্সফর্মার-সহ সব ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দিয়েছেন মাননীয় মন্ত্রী। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের সচিব তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার সিএমডি শ্রী শান্তনু বসু-সহ বন্টন সংস্থার শীর্ষ আধিকারিকরা।
গ্রীষ্মে তাপপ্রবাহের কারণে এমননিতেই ফ্যান, এসি-সহ বিভিন্ন কারণে বিদ্যুতের চাহিদা থাকে বেশি। আবার প্রায়শই ঝড়, বৃষ্টির কারণে বৈদ্যুতিক পরিষেবায় সমস্যা দেখা দেয়। এই সমস্যা যাতে যথা সম্ভব এড়ানো যায়, তার চেষ্টায় রাজ্যের বিদ্যুত্ বিভাগ।