TRENDING:

Weather Update-র কথা মাথায় রেখে দুর্যোগ নিয়ে সতর্ক রাজ্যের বিদ্যুৎ দফতর 

Last Updated:

West Bengal State Electricity Department -র তৎপরতায় খোলা হল বিশেষ কন্ট্রোল রুম। চলবে দিনভর নজরদারি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  নিম্নচাপ ও ভারী বৃষ্টির পূর্বাভাসের (Weather Update) কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মঙ্গলবার ২৮শে সেপ্টেম্বর, ২০২১ সকাল থেকে বিদ্যুৎ ভবনে একটি 24x7 কন্ট্রোল রুমে খোলা হয়েছে। এদিন সকাল থেকেই সেখানে উপস্থিত ছিলেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও ছিলেন বিদ্যুৎ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী সুরেশ কুমার, সি.এম.ডি-ডব্লু.বি.এস.ই.ডি.সি.এল (West Bengal State Electricity Department ) শ্রী শান্তনু বোস ও বিদ্যুৎ দফতর এর অন্যান্য অধিকর্তারা।
Electricity department is on high alert over bad weather condition
Electricity department is on high alert over bad weather condition
advertisement

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখেন মাননীয় মন্ত্রী। আজ থেকে ৩দিন এই কন্ট্রোল রুম চলবে বলে জানান তিনি। একই সঙ্গে মাননীয় মন্ত্রী জানান, সমস্ত অঞ্চলে মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতন করা হয়েছে ও গ্রাহকদের এসএমএসের মাধ্যমেও অবগত করা হয়েছে। এছাড়াও যেসব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মাননীয় মন্ত্রী জানিয়েছেন তা হল- ১. প্রত্যেকটি জেলায় 24X7 কন্ট্রোল রুম খোলা থাকবে আজ, কাল ও পরশুর জন্য। প্রয়োজনে তা আরো কয়েকদিন বাড়তে পারে। এছাড়াও জেলার আধিকারিকদের সঙ্গে বিদ্যুৎ দফতরের (West Bengal State Electricity Department) জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সমন্বয় সাধন করা হয়েছে।

advertisement

আরও পড়ুন - IPL 2021-র পারফরম্যান্সের জের! T20 World Cup 2021-র দল থেকে নাম কাটা যেতে পারে ‘এই’ ক্রিকেটারদের

২. বিদ্যুৎ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের পক্ষ থেকে সব জেলার জেলা শাসক, পুলিশ সুপার, কর্পোরেশন, জেলা পরিষদ ও সি.ই.এস.সি-কে পোষ্ট, ফিডার বক্স, মিটার বক্স ও বিদ্যুতের তার যুদ্ধকালিন তৎপরতায় পরীক্ষা করার জন্য Advisory পাঠান হয়েছে।

advertisement

৩. সংবাদপত্র ও সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সতর্কতা অবলম্বনের বিষয়ে অবগত করা হয়েছে।

৪. ট্রান্সফর্মার, ফিডার বক্স, সাব-স্টেশানে জল জমে থাকলে সেখানে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ চালু করার অনুমতি দেওয়া হচ্ছে, ততক্ষণ বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে।

আরও পড়ুন - Kalimpong Girl In Bollywood: কালিম্পঙের পাহাড় থেকে সোজা বলিউডে, আমির খানের লাল সিং চাড্ডায় সোনমারিকা! দেখুন

advertisement

৫. ১৮৮৯ টি মোবাইল ভ্যান এবং পর্যাপ্ত টিম সব জেলা জুড়ে প্রস্তুত রয়েছে।৬. কন্ডাক্টর, কেবল এবং ট্রান্সফর্মার পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। এছাড়াও মাননীয় মন্ত্রী জানান, বিদ্যুৎ দফতরের টোল ফ্রি নম্বর 19121, WhatsApp number 8900793503, 8900793504 -এর মাধ্যমে যে কেউ তাদের সমস্যা ছবি সহ জানাতে পারবেন। মঙ্গলবার রাত সাড়ে দশটার সময় আবার বিদ্যুৎ ভবন এর কন্ট্রোল রুমে সামগ্রিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ABIR GHOSHAL

বাংলা খবর/ খবর/কলকাতা/
Weather Update-র কথা মাথায় রেখে দুর্যোগ নিয়ে সতর্ক রাজ্যের বিদ্যুৎ দফতর 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল