বিদ্যুতের এই ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস সপ্তাহে দু’বার বিদ্যুৎ সচিব ও বিদ্যুৎদফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন। গতকাল, বৃহস্পতিবার সিইএসসি এলাকায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ২৫০৭ মেগাওয়াট।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে দাবদাহ চলবে। চরম অস্বস্তিকর আবহাওয়া। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চরম গরম ও অস্বস্তি। তাপপ্রবাহের পরিস্থিতি আজ, শুক্রবার থাকবে রাজ্যের পশ্চিমের ৩-৪ জেলায়। তাপপ্রবাহ চলবে মালদহতেও। ফলে চরম অস্বস্তিকর আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়েই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
পশ্চিমের জেলা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। পশ্চিমের সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া। রবিবার ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার থেকেই বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি শুরু হবে।