কলকাতায় ট্রামের জন্য বিদ্যুতের তার আগে থেকে ছড়ানোই আছে। সেই পরিকাঠামোকে কাজে লাগিয়ে কলকাতায় চলতে পারে এই বাস। দূষণহীন, আরামদায়ক, গতিশীল অথচ বাড়তি জ্বালানির দামের তুলনায় বিদ্যুতের দাম কম হওয়ায় তুলনামূলক সস্তা হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যে আলোচনা করে পরীক্ষামূলকভাবে চালানোর জন্য একটি বাসের বরাতও দেওয়া হয়ে গিয়েছে। পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, "এই যানটির নাম ট্রলি। আমাদের ট্রামের পরিকাঠামোতেই এটি চলতে পারে। ওই তার থেকে যে বিদ্যুৎ আসবে সেটা দিয়ে এটি চলতে পারবে। তবে ট্রাম যেমন রাস্তার পাশ দিয়ে চলে এই ট্রলি চলতে পারবে রাস্তার মাঝখান থেকেই। ইতিমধ্যেই একটি ট্রলির অর্ডার দেওয়া হয়েছে।"
advertisement
আরও পড়ুন: শুধু একটা আম ৫০০ টাকা! চেখে নয়, দেখে স্বাদ মেটাচ্ছে শহরবাসী, কী আম জানেন?
একদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে রাস্তায় বাস কমেছে। সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। বিকল্প ব্যাটারির গাড়িও সেই অনুপাতে রাস্তায় নামেনি। সূত্রের খবর এই বাসের চাহিদা অনুযায়ী যোগান কম তাছাড়াও শহরে সেই পরিমান চার্জি স্টেশন এখনো গড়ে তোলা সম্ভব হয়নি। একই সঙ্গে মহামূল্য ব্যাটারি হওয়াতে দামটা এখনও নাগালের মধ্যে নয়। সব মিলিয়ে ভোগান্তি থেকেই যাচ্ছে যাত্রীদের। তবে এই বৈদ্যুতিক চালিত বাস বা ট্রলি কলকাতার রাস্তায় পরীক্ষায় পাশ করে তাহলে অনেকটাই সমস্যা মিটবে বলেই মনে করা হচ্ছে।
বিদেশের অনেক শহরেই এই রকমের বাস চললেও দেশের মানচিত্রে এখনো পর্যন্ত কোথাও এই বাস চলেনি। এই বাস সফল হলে কলকাতার মুকুটে আরও একটি পালক যোগ হবে। তবে এখনো পর্যন্ত পুরো বিষয়টা নির্ভর করছে বাসটি কলকাতার রাস্তায় নিজেকে কতটা মানিয়ে নিতে পারবে তার উপর।
UJJAL ROY