সিইও মনোজ কুমার আগরওয়াল জানালেন, ২০ হাজার বুথের তালিকা দেওয়া হয়ে গিয়েছে৷ ধাপে ধাপে কাজ করছে ইসিআই৷ কিছুক্ষন আগেই সিইও কথা বলেছেন জাতীয় নির্বাচন কমিশন ডিজি আই টি সীমা খান্নার সঙ্গে। ধাপে ধাপে তালিকা দেওয়া হচ্ছে বলে জানান হয়েছে সিইও-কে জাতীয় নির্বাচন কমিশনের তরফে৷
advertisement
অন্যদিকে যদিও সুপ্রিম কোর্টের আদেশ মেনে রাজ্যে প্রকাশিত হয়নি লজিক্যাল ডিসক্রিপ্যান্সি তালিকা। তবে সূত্রের খবর, আজ. শনিবার রাতেই প্রস্তুতি সম্পূর্ণ হবে বুথ, বিধানসভা ভিত্তিক লজিক্যাল ডিসক্রিপ্যান্সি তালিকার। সেক্ষেত্রে আগামী ৭২ ঘণ্টায় প্রকাশিত হবে LD তালিকা।
জানা গিয়েছে, প্রায় ৯৪ লক্ষ ভোটারের নাম থাকবে তালিকায়। বিভিন্ন জায়গায় যে লজিক্যাল ডিসক্রিপ্যান্সি (LD) তালিকা প্রকাশ বলা হচ্ছে তা সুপ্রিম কোর্টের আদেশ মেনে কমিশন স্বীকৃত নয়। প্রয়োজনে ওই তালিকা নিয়ে সংশ্লিষ্ট ডিইও-দের সঙ্গে কথা বলবে কমিশন। শনিবার রাতেই বুথ, বিধানসভা ভিত্তিক এলডি তালিকা সম্পূর্ণ হবে বলেই জানা গিয়েছে৷
