TRENDING:

Election Commission on SIR: SIR কাজে যোগ দিচ্ছেন না BLO-রা! বৃহস্পতিবার ১২টা পর্যন্ত সময়, তারপরেই চরম সিদ্ধান্ত নেবে কমিশন

Last Updated:

Election Commission on SIR: বুথ লেভেল অফিসারদের নিয়ে কড়া নির্বাচন কমিশন। নিয়োগপত্র পাওয়ার পরেও যে সরকারি আধিকারিকরা বুথ লেভেল অফিসার হিসেবে কাজে যোগ দিচ্ছে না বা নিয়োগপত্র নিচ্ছেন না তাদের অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বুথ লেভেল অফিসারদের নিয়ে কড়া নির্বাচন কমিশন। নিয়োগপত্র পাওয়ার পরেও যে সরকারি আধিকারিকরা বুথ লেভেল অফিসার হিসেবে কাজে যোগ দিচ্ছে না বা নিয়োগপত্র নিচ্ছেন না তাদের অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ। আগামিকাল দুপুর বারোটা পর্যন্ত সময় দিন। তার মধ্যে বুথ লেভেল অফিসারেরা নিয়োগপত্র না নিলে সাসপেন্ড করে দিন।
কী পদক্ষেপ নির্বাচন কমিশনের?
কী পদক্ষেপ নির্বাচন কমিশনের?
advertisement

আরও পড়ুন: তরুণীকে চিকিৎসার অছিলায় বিবস্ত্র করে আপত্তিকর জায়গায় স্পর্শের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে! ধৃত অভিযুক্ত

জেলাশাসক, ERO দের বৈঠকে কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। দুপুর ৩:৪৫ থেকে এসআইআর নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি চলছে জেলাশাসক ও EROদের নিয়ে। সেই বৈঠকেই যারা বিএলও হিসাবে কাজে যোগ দিচ্ছে না তাদের সাসপেন্ড করার নির্দেশ।

advertisement

আরও পড়ুন: পিতার সম্পত্তিতে ছেলেমেয়ের সমান অধিকার থাকলেও একটা শর্তে কিচ্ছু পাবেন না কন্যারা, জানাল হাই কোর্ট

স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর জন্য বুথ লেভেল অফিসারদের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। রাজ্যে বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগপত্র তৈরি হওয়ার পরেও নিতে আগ্রহ দেখাননি বেশ কিছু সরকারি আধিকারিক। আগামী ৪ তারিখ থেকে বাড়িতে বাড়িতে যাবেন বুথ লেভেল অফিসাররা। তাই তার আগে কড়া নির্দেশ কমিশনের।

advertisement

বৈঠকে জানা গিয়েছে ১৪৩ জন বুথ লেভেল অফিসার বা বিএলও যোগ দেননি এখন। মূলত যারা যোগ দেননি তারা সবাই শিক্ষক – শিক্ষিকা, তাদের সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ, উত্তর কলকাতা, কোচবিহার এই তিন জেলার ১৪৩ জন বিএলওরা এখন নিয়োগ পত্র নেয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মন্থার প্রভাবে উত্তাল রাতের দিঘা! এত্ত ক্ষতি- মাথায় হাত হোটেল মালিক থেকে দোকানদারদের
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission on SIR: SIR কাজে যোগ দিচ্ছেন না BLO-রা! বৃহস্পতিবার ১২টা পর্যন্ত সময়, তারপরেই চরম সিদ্ধান্ত নেবে কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল