জেলাশাসক, ERO দের বৈঠকে কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। দুপুর ৩:৪৫ থেকে এসআইআর নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি চলছে জেলাশাসক ও ERO–দের নিয়ে। সেই বৈঠকেই যারা বিএলও হিসাবে কাজে যোগ দিচ্ছে না তাদের সাসপেন্ড করার নির্দেশ।
advertisement
স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর জন্য বুথ লেভেল অফিসারদের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। রাজ্যে বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগপত্র তৈরি হওয়ার পরেও নিতে আগ্রহ দেখাননি বেশ কিছু সরকারি আধিকারিক। আগামী ৪ তারিখ থেকে বাড়িতে বাড়িতে যাবেন বুথ লেভেল অফিসাররা। তাই তার আগে কড়া নির্দেশ কমিশনের।
বৈঠকে জানা গিয়েছে ১৪৩ জন বুথ লেভেল অফিসার বা বিএলও যোগ দেননি এখনও। মূলত যারা যোগ দেননি তারা সবাই শিক্ষক – শিক্ষিকা, তাদেরই সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ, উত্তর কলকাতা, কোচবিহার এই তিন জেলার ১৪৩ জন বিএলওরা এখনও নিয়োগ পত্র নেয়নি।
