সূত্রের খবর, রাজ্য পুলিশের ডিজি, রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
advertisement
নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এই বিষয়টি নিয়েও উদ্বেগপ্রকাশ করেছেন তাঁরা।
জাতীয় নির্বাচন কমিশনের তরফে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
কী কারণে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে? কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে চিঠি দেওয়ার পাশাপাশি রাজ্যের শীর্ষস্তরের প্রশাসনিক আধিকারিকদেরও চিঠি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে।
