বিধানসভা ভিত্তিক ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) ও অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিকাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)নিয়োগ করার জন্য বারবার বলছে জাতীয় নির্বাচন কমিশন। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে। ২৯ তারিখের মধ্যে দিতে হবে কমপ্লায়েন্স রিপোর্ট। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গোটা বিষয়টি চিঠি লিখে জানিয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে।
advertisement
এখনও পর্যন্ত electoral registration officer বা ERO পদে ১৫ থেকে ১৬ টি জায়গায় নিয়োগ বাকি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইলেক্টরেল রেজিস্ট্রেশন অফিসার পদগুলিতে প্রায় ৫০০ টিরও বেশি নিয়োগ বাকি রয়েছে। তা নিয়েই দ্রুত নিয়োগ করার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক চিঠি পাঠিয়েছেন মুখ্য সচিবকে।
এদিকে, মুখ্য নির্বাচনী আধিকারিক এর চিঠি পেয়েই তৎপর হয়েছে নবান্ন। আজ, বুধবার বিভিন্ন জেলার জেলাশাসক ও কয়েকটি দফতরের সচিবদের নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্য সচিব। সকাল সাড়ে দশটা থেকে বিভিন্ন জেলার জেলাশাসকদের নিয়ে এই ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পন্থ।
কমিশনের গাইড লাইন মেনে দ্রুত ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল অফিসার নিয়োগ করতে হবে। যেখানে যেখানে পদ গুলিতে নিয়োগ হয়নি সেখানে অবিলম্বে তা করে দিতে হবে। প্রয়োজনে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। জেলাশাসকদের মুখ্য সচিব তেমনই নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর।