এছাড়াও, জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে এবার থেকে পশ্চিমবঙ্গে এসআইআর পর্যবেক্ষণ করার জন্য বিশেষ ‘রোল অবজার্ভার’ নিয়োগ করবেন তাঁরা৷ নির্বাচন কমিশন তৃণমূলের প্রতিনিধি দলকে আগামী ৯ ডিসেম্বরের পরে তাঁদের দাবি এবং আপত্তি জানাতে অনুরোধ করেছে। কারণ, ৯ ডিসেম্বরই প্রকাশিত হবে খসড়া তালিকা৷ এছাড়াও , কমিশন জানিয়েছেন বিএলও-দের যেন কোনও ভাবেই ভয় দেখানো বা প্রভাবতি করা না হয়।
advertisement
রাজ্যেরই প্রাক্তন অফিসার সুব্রত গুপ্তকে স্পেশাল রোল অবজার্ভার হিসেবে নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়া চলাকালীন কোনও ভোটার যাতে তালিকা থেকে বাদ না যায় সেই দিকে নজর দেবেন স্পেশাল রোল অবসার্ভার হিসাবে সুব্রত গুপ্ত। জাতীয় নির্বাচন কমিশনের তরফে জারি করা হল নির্দেশিকা।
এসআইআর প্রক্রিয়া চলাকালীন এবার জেলায় জেলায় ইলেক্টোরাল রোল অবজার্ভারও নিয়োগ করবে জাতীয় নির্বাচন কমিশনের। রাজ্যের প্রত্যেকটি জেলার জন্য নির্বাচনী রোল অবজার্ভার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যেরই অফিসারদের। রাজ্যের ১২ অফিসারকে ২৪টি জেলার জন্য দায়িত্ব দিল জাতীয় নির্বাচন কমিশন। স্পেশাল ইনটেন্সিভ রিভিশন ঠিকভাবে হচ্ছে নাকি, যাবতীয় বিষয় নিয়ে সহযোগিতা করবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের বলেই নির্দেশিকা জারি করে জানাল জাতীয় নির্বাচন কমিশন।
