TRENDING:

Election Commission on SIR: পশ্চিমবঙ্গের জন্য এবার স্পেশাল রোল অবজার্ভার! তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পরেই ঘোষণা কমিশনের

Last Updated:

এছাড়াও, জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে এবার থেকে পশ্চিমবঙ্গে এসআইআর পর্যবেক্ষণ করার জন্য বিশেষ ‘রোল অবজার্ভার’ নিয়োগ করবেন তাঁরা৷ নির্বাচন কমিশন তৃণমূলের প্রতিনিধি দলকে আগামী ৯ ডিসেম্বরের পরে তাঁদের দাবি এবং আপত্তি জানাতে অনুরোধ করেছে। কারণ, ৯ ডিসেম্বরই প্রকাশিত হবে খসড়া তালিকা৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: শুক্রবারই দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে তৃণমূলের ১০ সদস্যের দল৷ সেখানে ৫টি প্রশ্ন তোলা তৃণমূলের তরফে৷ তুলে ধরা হয়, এসআইআর শুরু হওয়ার পর ৪০ জন মৃত ব্যক্তির বিস্তারিত তালিকা ৷ তারপরেই শুক্রবার বিকেলেই এদিন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা হল বিবৃতি৷ সেখানে পয়েন্ট ধরে তৃণমূলের আনা অভিযোগকে ‘অসত্য’ বলে উল্লেখ করেছে কমিশন৷
News18
News18
advertisement

এছাড়াও, জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে এবার থেকে পশ্চিমবঙ্গে এসআইআর পর্যবেক্ষণ করার জন্য বিশেষ ‘রোল অবজার্ভার’ নিয়োগ করবেন তাঁরা৷ নির্বাচন কমিশন তৃণমূলের প্রতিনিধি দলকে আগামী ৯ ডিসেম্বরের পরে তাঁদের দাবি এবং আপত্তি জানাতে অনুরোধ করেছে। কারণ, ৯ ডিসেম্বরই প্রকাশিত হবে খসড়া তালিকা৷ এছাড়াও , কমিশন জানিয়েছেন বিএলও-দের যেন কোনও ভাবেই ভয় দেখানো বা প্রভাবতি করা না হয়।

advertisement

আরও পড়ুন: দু’টো সেমিস্টারেই ফার্স্ট বয়কে টপকে গিয়েছিল..ক্লাসের সেকেন্ড গার্লের জলের বোতলে তাই বিষ! সরকারি স্কুলে ভয়ঙ্কর ঘটনা

রাজ্যেরই প্রাক্তন অফিসার সুব্রত গুপ্তকে স্পেশাল রোল অবজার্ভার হিসেবে নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়া চলাকালীন কোনও ভোটার যাতে তালিকা থেকে বাদ না যায় সেই দিকে নজর দেবেন স্পেশাল রোল অবসার্ভার হিসাবে সুব্রত গুপ্ত। জাতীয় নির্বাচন কমিশনের তরফে জারি করা হল নির্দেশিকা।

advertisement

আরও পড়ুন: সেমিস্টার সিস্টেমে ইচ্ছেমতো টাকা নয়! স্কুল ফি কত নেওয়া হবে, স্পষ্ট নির্দেশ দিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেরা ভিডিও

আরও দেখুন
নীলচে জলে ঘুরে বেড়াচ্ছে জলপরী! রাসের মেলায় নতুন আকর্ষণ, উপচে পড়া ভিড়
আরও দেখুন

এসআইআর প্রক্রিয়া চলাকালীন এবার জেলায় জেলায় ইলেক্টোরাল রোল অবজার্ভারও নিয়োগ করবে জাতীয় নির্বাচন কমিশনের। রাজ্যের প্রত্যেকটি জেলার জন্য নির্বাচনী রোল অবজার্ভার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যেরই অফিসারদের। রাজ্যের ১২ অফিসারকে ২৪টি জেলার জন্য দায়িত্ব দিল জাতীয় নির্বাচন কমিশন। স্পেশাল ইনটেন্সিভ রিভিশন ঠিকভাবে হচ্ছে নাকি, যাবতীয় বিষয় নিয়ে সহযোগিতা করবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের বলেই নির্দেশিকা জারি করে জানাল জাতীয় নির্বাচন কমিশন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission on SIR: পশ্চিমবঙ্গের জন্য এবার স্পেশাল রোল অবজার্ভার! তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পরেই ঘোষণা কমিশনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল