শুনানিতে ডাকা হয়েছে ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্য়ায়কেও। উত্তর হাওড়ার ৬৮ নম্বর পার্টের বাসিন্দা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। চন্দ্রযান অভিযানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। এরপরেও তাঁকে ভারতীয় হিসাবে প্রমাণ দিতে হচ্ছে কেন? প্রশ্ন তুলছেন অনেকেই। আজ হাওড়া প্রাণী বিকাশভবনে বাবা-মা কে নিয়ে শুনানিতে হাজির বিজ্ঞানী অভিজিৎবাবু।
সম্প্রতি শুনানির নোটিস দিতে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছয় কমিশনের প্রতিনিধিরা৷ যদিও এই মুহূর্তে অমর্ত্য সেন বিদেশে রয়েছেন৷ অমর্ত্য সেনের হয়ে তাঁর বাড়ির দেখভালের দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার এবং অমর্ত্য সেনের মামাতো ভাই শান্তভানু সেন নোটিস গ্রহণ করেন৷ নির্বাচন কমিশনের নোটিসে জানানো হয়েছে, অমর্ত্য সেনের সঙ্গে তাঁর মায়ের বয়সের পার্থক্য ১৫ বছরের কম৷ যা প্রত্যাশিত নয়৷ সেই কারণেই আগামী ১৬ জানুয়ারি তাঁকে শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে৷ অমর্ত্য সেন যেহেতু বিদেশে রয়েছেন, তিনি ভার্চুয়ালি এই শুনানিতে হাজিরা দিতে পারবেন৷
advertisement
