যে ১২টি রাজনৈতিক দলের কথা ওই চিঠিতে বলা হয়েছে, সেগুলি রেজিস্টার্ড আনরিকগনাইজড পলিটিক্যাল পার্টি হিসেবে কমিশনে নথিভুক্ত রয়েছে৷ কমিশনে নথিভুক্ত থাকলেও ২০১৯ সাল থেকে কোনও নির্বাচনে এই দলগুলি অমশ নেয়নি৷ এই কারণেই ওই রাজনৈতিক দলগুলিকে শো কজ করে তাঁদের প্রতিনিধিকে ডেকে পাঠিয়ে বক্তব্য শুনতে চায় কমিশন৷ তার জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে রাজনৈতিক দলগুলিকে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে৷
advertisement
এর পরই রাজনৈতিক দলগুলির অনুমোদন বাতিল হবে কি না, সেই বিষয়ে নির্দেশ দেওয়া হবে৷ তার পর একমাসের মধ্যে মুখ্য নির্বাচন কমিশনারকে জাতীয় নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠাতে হবে৷
যে ১২টি রাজনৈতিক দলের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলা হয়েছে, তার মধ্যে রয়েছে অম্বেদকরবাদী পার্টি, গ্লোবাল পিপল পিস পার্টি, গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টি, মাই হি ভারত, ন্যাশনাল কনফেডারেসি অফ ইন্ডিয়া, জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস পার্টি, রাইট পার্টি অফ ইন্ডিয়ার মতো বেশ কিছু দল৷