TRENDING:

Election Commission: জেলা সফরে নামছেন সিইও মনোজ কুমার আগরওয়াল, জেলায় জেলায় হচ্ছে বিশেষ ক্যাম্প

Last Updated:

Election Commission: আগেই উত্তরবঙ্গে যাচ্ছেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। আজ, শুক্রবার ১৬ জানুয়ারি তিনি উত্তরবঙ্গের একাধিক জেলা পরিদর্শন করবেন সফর শেষ হওয়ার পরেই সিইও-র জেলা সফরের কর্মসূচি চূড়ান্ত হবে বলে কমিশন সূত্রের খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসআইআর (Special Intensive Revision)-এর কাজ খতিয়ে দেখতে রাজ্যের বিভিন্ন জেলায় সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাস থেকেই ধাপে ধাপে এই জেলা সফর শুরু হওয়ার কথা। সফরের সূচনা সম্ভবত পুরুলিয়া জেলা দিয়েই হবে।
News18
News18
advertisement

এর আগেই উত্তরবঙ্গে যাচ্ছেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। আজ, শুক্রবার ১৬ জানুয়ারি তিনি উত্তরবঙ্গের একাধিক জেলা পরিদর্শন করবেন সফর শেষ হওয়ার পরেই সিইও-র জেলা সফরের কর্মসূচি চূড়ান্ত হবে বলে কমিশন সূত্রের খবর।

আরও পড়ুন: কুকুর কামড়ালেই…! সঙ্গে সঙ্গে কী করা উচিত জানেন? ডাক্তার বলে দিলেন ‘সঠিক’ উত্তর!

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যে এমন বহু বিদেশি রয়েছেন যাঁরা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন এবং ইতিমধ্যেই ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন। বিশেষ করে ইসকনের মতো ধর্মীয় সংস্থার সঙ্গে যুক্ত এমন অনেক মানুষের ক্ষেত্রে ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধন সংক্রান্ত নানা বিষয় উঠে আসছে। আগামী দিনে তাঁদের কোন কোন নথি প্রয়োজন হবে, কীভাবে আবেদন করতে হবে—এই সমস্ত বিষয়ে সহায়তার জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। ওই ফ্রি ক্যাম্পে সিইও মনোজ কুমার আগরওয়াল নিজে উপস্থিত থাকতে পারেন বলেও কমিশনকে খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু'চোখে ভরা স্বপ্ন,পরিবারের সঙ্গী নিত্য অনটন,৮ বছরেই লংজাম্পে নজির, রাখি পাঁশকুড়ার গর্ব
আরও দেখুন

এদিকে ভোট প্রক্রিয়া আরও মসৃণ করতে নতুন করে প্রায় ২ হাজার মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ তাদের প্রশিক্ষণ ছিল। পাশাপাশি প্রায় ১,৬০০ জন নতুন ইআরও (Electoral Registration Officer) নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই সমস্ত নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই রাজ্যজুড়ে জেলা সফরে নামবেন সিইও মনোজ কুমার আগরওয়াল। নির্বাচন কমিশন সূত্রে দাবি, আসন্ন নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও শক্তিশালী করতেই এই ধারাবাহিক উদ্যোগ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission: জেলা সফরে নামছেন সিইও মনোজ কুমার আগরওয়াল, জেলায় জেলায় হচ্ছে বিশেষ ক্যাম্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল