এর আগেই উত্তরবঙ্গে যাচ্ছেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। আজ, শুক্রবার ১৬ জানুয়ারি তিনি উত্তরবঙ্গের একাধিক জেলা পরিদর্শন করবেন সফর শেষ হওয়ার পরেই সিইও-র জেলা সফরের কর্মসূচি চূড়ান্ত হবে বলে কমিশন সূত্রের খবর।
আরও পড়ুন: কুকুর কামড়ালেই…! সঙ্গে সঙ্গে কী করা উচিত জানেন? ডাক্তার বলে দিলেন ‘সঠিক’ উত্তর!
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যে এমন বহু বিদেশি রয়েছেন যাঁরা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন এবং ইতিমধ্যেই ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন। বিশেষ করে ইসকনের মতো ধর্মীয় সংস্থার সঙ্গে যুক্ত এমন অনেক মানুষের ক্ষেত্রে ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধন সংক্রান্ত নানা বিষয় উঠে আসছে। আগামী দিনে তাঁদের কোন কোন নথি প্রয়োজন হবে, কীভাবে আবেদন করতে হবে—এই সমস্ত বিষয়ে সহায়তার জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। ওই ফ্রি ক্যাম্পে সিইও মনোজ কুমার আগরওয়াল নিজে উপস্থিত থাকতে পারেন বলেও কমিশনকে খবর।
advertisement
এদিকে ভোট প্রক্রিয়া আরও মসৃণ করতে নতুন করে প্রায় ২ হাজার মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ তাদের প্রশিক্ষণ ছিল। পাশাপাশি প্রায় ১,৬০০ জন নতুন ইআরও (Electoral Registration Officer) নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই সমস্ত নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই রাজ্যজুড়ে জেলা সফরে নামবেন সিইও মনোজ কুমার আগরওয়াল। নির্বাচন কমিশন সূত্রে দাবি, আসন্ন নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও শক্তিশালী করতেই এই ধারাবাহিক উদ্যোগ।
