১০/১ নম্বর সার্পেন্টাইন রোডের বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা৷ প্রতিবেশীরা জানিয়েছেন, এ দিন সকাল থেকেই নমিতাদেবীকে দেখা যায়নি৷ বাড়ির মূল দরজাও বন্ধ ছিল৷ সন্দেহ হওয়া পাড়ার বাসিন্দারাই প্রথমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন৷ তাতেও বৃদ্ধার কোনও হদিশ না পাওয়ায় বাড়িতে গিয়ে খোঁজ খবর শুরু হয়৷ তখনই দরজার ফাঁক দিয়ে বৃদ্ধার একটি আঙুল দেখা যায়৷ এর পরই খবর দেওয়া হয় মুচিপাড়া থানায়৷ পুলিশ এসে দরজা ভেঙে ওই বৃদ্ধার দেহ উদ্ধার করে৷ খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর সজল ঘোষ৷ বৃদ্ধার গলায় ফাঁসের চিহ্নও রয়েছে৷ এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷
advertisement
জানা গিয়েছে, পাড়ার বাসিন্দারাই নিয়ম করে ওই বৃদ্ধার খোঁজখবর রাখতেন৷ একা হওয়ায় কয়েকদিন আগে প্রতিবেশীরাই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করেছিলেন৷ পাড়া প্রতিবেশীদের নজর এড়িয়ে কী করে বৃদ্ধার বাড়িতে ঢুকে এমন কাণ্ড ঘটাল, তা ভেবেই আতঙ্কিত এলাকাবাসী৷