TRENDING:

#EgiyeBangla: ভাসানের জেরে গঙ্গা দূষণ রুখতে তৎপর প্রশাসন

Last Updated:

দুর্গাপুজোর বিসর্জনে পুরসভার উদ্যোগ ছিল চোখে পড়ার মত। এবার লক্ষ্মীপুজো, কালিপুজোর বিসর্জনেও দূষণ রুখতে ব্যবস্থা থাকছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কালনা: ভাসানের জেরে গঙ্গা দূষণ রুখতে তৎপর প্রশাসন। দুর্গাপুজোর বিসর্জনে পুরসভার উদ্যোগ ছিল চোখে পড়ার মত। এবার লক্ষ্মীপুজো, কালিপুজোর বিসর্জনেও দূষণ রুখতে ব্যবস্থা থাকছে।
advertisement

কালনার মহিষমর্দিনী তলা ঘাট ও মিলিটারি ঘাট। এই দুই গঙ্গা ঘাটেই সবথেকে বেশি নজর ছিল। বিসর্জনের দিন ব্যবস্থাও ছিল আঁটসাট। আর তাতেই নজর কাড়ল কালনা পুরসভার উদ্যোগ।

দূষণ রুখতে উদ্যোগ:

-ফুল, বেলপাতা, প্লাস্টিক ফেলার নির্দিষ্ট জায়গা

-বিসর্জনের সঙ্গে সঙ্গেই জল থেকে কাঠামো সরানো

-কাঠামো সরানোর জন্য অতিরিক্ত পুরকর্মী

বিসর্জনের দিন কলকাতার ঘাটগুলোতেও ছিল পুরসভার নজরদারি। প্রতিমা জলে ফেলার সঙ্গে সঙ্গেই তুলে ফেলা হয়েছে।

advertisement

এবার পুজোয় কালনার মহিষমর্দিনী তলা ও মিলিটারি ঘাটে সাড়ে তিনশোরও বেশি প্রতিমা বিসর্জন হয়েছে। তার পরেও গঙ্গার নির্মল ছবিটা বদলায়নি। আর তার জন্য মিশন নির্মল বাংলাকেই ধন্যবাদ দিচ্ছেন পরিবেশপ্রেমীরা।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
#EgiyeBangla: ভাসানের জেরে গঙ্গা দূষণ রুখতে তৎপর প্রশাসন