এই পরিস্থিতিতে আজই পার্থ এবং অর্পিতার ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে৷ দু' জনকে আজ ফের ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ ইডি আদালতে পেশ করা হবে৷ পার্থ এবং অর্পিতা দু' জনকেই ফের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে ইডি৷
আরও পড়ুন: সাত সকালে ফের অভিযানে ইডি! এবার কি তল্লাশি শান্তিনিকেতনে, সম্ভাবনা প্রবল
advertisement
গতকাল জোকার ইএসআই হাসপাতালে মেডিক্যাল টেস্ট করে বের করার সময় পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছোড়েন এক মহিলা৷ যদিও সেই জুতো প্রাক্তন মন্ত্রীর গায়ে লাগেনি৷ কিন্তু এই ঘটনার পর আরও সতর্ক হচ্ছে ইডি৷ এ দিন ফের পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল পরীক্ষা করাতে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে৷ মেডিক্যাল টেস্ট এবং তার পর ব্যাঙ্কশাল আদালতে পেশ করার সময় তাই পার্থ এবং অর্পিতা, দু' জনের নিরাপত্তাই আরও বাড়ানো হচ্ছে৷
ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের জামাই অভিজিৎ ভট্টাচার্যের নামে পিংলার একটি স্কুলের মালিকানার প্রমাণ মিলেছে। অভিজিৎ এই মুহুর্তে আমেরিকায় আছেন। তাঁর বিপুল সম্পত্তির উৎস জানার জন্য পার্থকে আরও জেরার প্রয়োজন বলে মনে করছে ইডি৷
অন্যদিকে অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘড়িয়ার রথতলার যে দু' টি ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে, সেগুলির সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য কিছু নথির আজ সিডি আকারে আদালতে পেশ করতে পারে ইডি-র সাইবার শাখা৷ আদালতে পেশ করার সময় আজ সকাল দশটা নাগাদ দু' জনকে সিজিও থেকে বের করা হতে পারে বলেই খবর৷