TRENDING:

Partha Chatterjee৷৷ Arpita Mukherjee: পার্থ- অর্পিতার মুখে কুলুপ! টাকা কার, উত্তর পেতে কালঘাম ছুটছে ইডি কর্তাদের

Last Updated:

প্রথম দফায় আগামিকাল ৩ অগাস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে হেফাজতে পেয়েছিল ইডি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অনুপ চক্রবর্তী, কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় বলছেন উদ্ধার হওয়া টাকা তাঁর নয়৷ অর্পিতা মুখোপাধ্যায়ও বলছেন টাকার মালিক তিনি নন৷ তাহলে অর্পিতার টালিগঞ্জ ও রথতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় ৫০ কোটি টাকা কার? আপাতত এই টাকার উৎস জানাই ইডি কর্তাদের মূল লক্ষ্য৷
টাকা নিয়ে মুখে কুলুপ পার্থ- অর্পিতার৷
টাকা নিয়ে মুখে কুলুপ পার্থ- অর্পিতার৷
advertisement

প্রথম দফায় আগামিকাল ৩ অগাস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে হেফাজতে পেয়েছিল ইডি৷ কিন্তু এই পর্বে পার্থ এবং অর্পিতার থেকে উদ্ধার হওয়া টাকা নিয়ে কোনও তথ্য পাওয়ার আশা ছেড়েছেন তাঁরা৷

আরও পড়ুন: কবে থেকে পার্থর সঙ্গে যোগাযোগ? কীভাবে ঘনিষ্ঠতা? ইডির কাছে 'সব' বললেন অর্পিতা!

advertisement

আজই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ফের মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে৷ গতকাল রাত পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে টানা জেরা করেছে ইডি৷ অর্পিতা মুখোপাধ্যায় গতকালও জেরায় দাবি করেছেন, এই বিপুল টাকা তাঁর নয়৷ এমনিতে পার্থ চট্টোপাধ্যায় ইডি জেরায় সেভাবে মুখ খুলছেন না৷ যদিও অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে ভুয়ো সংস্থা, ফ্ল্যাট, জমি সহ বিভিন্ন সম্পত্তির হদিশ পেলেও উদ্ধার হওয়া টাকা কার, সেই প্রশ্নের জবাব পায়নি ইডি৷ টাকা নিয়ে একই অবস্থান পার্থরও৷ আপাতত তাই দু' জনের জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিও রেকর্ডিং বয়ান আকারে লিপিবদ্ধ করছে ইডি৷ মেডিক্যাল চেক আপের পর আজ বিকেলে ফের পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আলাদা আলাদা জেরা করা হতে পারে৷

advertisement

টাকা কার সেই প্রশ্নের উত্তর পাওয়া না গেলেও অর্পিতাকে জেরা করে বেশ কিছু তথ্য পেয়েছেন ইডি গোয়েন্দারা৷ আপাতত সেগুিলই যাচাই করা চলছে৷ এই সমস্ত তথ্য সিডি আকারে আদালতেও প্রমাণ হিসেবে জমা দিতে পারে ইডি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee৷৷ Arpita Mukherjee: পার্থ- অর্পিতার মুখে কুলুপ! টাকা কার, উত্তর পেতে কালঘাম ছুটছে ইডি কর্তাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল