TRENDING:

Partha Chatterjee৷৷ Arpita Mukherjee: পার্থ- অর্পিতার মুখে কুলুপ! টাকা কার, উত্তর পেতে কালঘাম ছুটছে ইডি কর্তাদের

Last Updated:

প্রথম দফায় আগামিকাল ৩ অগাস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে হেফাজতে পেয়েছিল ইডি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অনুপ চক্রবর্তী, কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় বলছেন উদ্ধার হওয়া টাকা তাঁর নয়৷ অর্পিতা মুখোপাধ্যায়ও বলছেন টাকার মালিক তিনি নন৷ তাহলে অর্পিতার টালিগঞ্জ ও রথতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় ৫০ কোটি টাকা কার? আপাতত এই টাকার উৎস জানাই ইডি কর্তাদের মূল লক্ষ্য৷
টাকা নিয়ে মুখে কুলুপ পার্থ- অর্পিতার৷
টাকা নিয়ে মুখে কুলুপ পার্থ- অর্পিতার৷
advertisement

প্রথম দফায় আগামিকাল ৩ অগাস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে হেফাজতে পেয়েছিল ইডি৷ কিন্তু এই পর্বে পার্থ এবং অর্পিতার থেকে উদ্ধার হওয়া টাকা নিয়ে কোনও তথ্য পাওয়ার আশা ছেড়েছেন তাঁরা৷

আরও পড়ুন: কবে থেকে পার্থর সঙ্গে যোগাযোগ? কীভাবে ঘনিষ্ঠতা? ইডির কাছে 'সব' বললেন অর্পিতা!

advertisement

আজই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ফের মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে৷ গতকাল রাত পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে টানা জেরা করেছে ইডি৷ অর্পিতা মুখোপাধ্যায় গতকালও জেরায় দাবি করেছেন, এই বিপুল টাকা তাঁর নয়৷ এমনিতে পার্থ চট্টোপাধ্যায় ইডি জেরায় সেভাবে মুখ খুলছেন না৷ যদিও অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে ভুয়ো সংস্থা, ফ্ল্যাট, জমি সহ বিভিন্ন সম্পত্তির হদিশ পেলেও উদ্ধার হওয়া টাকা কার, সেই প্রশ্নের জবাব পায়নি ইডি৷ টাকা নিয়ে একই অবস্থান পার্থরও৷ আপাতত তাই দু' জনের জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিও রেকর্ডিং বয়ান আকারে লিপিবদ্ধ করছে ইডি৷ মেডিক্যাল চেক আপের পর আজ বিকেলে ফের পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আলাদা আলাদা জেরা করা হতে পারে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

টাকা কার সেই প্রশ্নের উত্তর পাওয়া না গেলেও অর্পিতাকে জেরা করে বেশ কিছু তথ্য পেয়েছেন ইডি গোয়েন্দারা৷ আপাতত সেগুিলই যাচাই করা চলছে৷ এই সমস্ত তথ্য সিডি আকারে আদালতেও প্রমাণ হিসেবে জমা দিতে পারে ইডি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee৷৷ Arpita Mukherjee: পার্থ- অর্পিতার মুখে কুলুপ! টাকা কার, উত্তর পেতে কালঘাম ছুটছে ইডি কর্তাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল