আগামী ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে ইডি৷ তার কিছুক্ষণের মধ্যেই অভিষেকের বাবা-মাকেও তলব করা হয়েছে বলে জানা যায়৷ লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় আর্থিক তছরূপের তদন্তের সূত্রেই অমিত এবং লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে৷ তাঁদেরকে নিজেদের নামে থাকা যাবতীয় সম্পত্তি সংক্রান্ত নথি নিয়েই ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে৷
advertisement
অমিত এবং লতা বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টর। সেই সূত্রেই তাঁদের তলব করা হয়েছে বলে খবর। সুজয়কৃষ্ণ ভদ্র বাদে লিপস অ্যান্ড বাউন্ডসের বাকি ডিরেক্টরদের কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, কয়েক দিন আগেই সেই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: ‘বাংলাতেই এমন হয়!’ স্পেনে শিল্প ঘোষণা নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাবে বিস্ফোরক সৌরভ গঙ্গোপাধ্যায়
ঠিক কবে অভিষেকের বাবা এবং মাকে তলব করা হয়েছে, তা সরকারি ভাবে জানা যায়নি৷ ইডি সূত্রে অবশ্য খবর, আগামী ৬ অথবা ৭ অক্টোবর অমিত এবং লতা বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলা হতে পারে৷
আগামী ৩ অক্টোবর ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি৷ আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে দশটায় তাঁকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে৷ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাতেই অভিষেককে এবারেও তলব করা হয়েছে৷ গত ১৩ সেপ্টেম্বরও ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক৷
আগামী ৩ অক্টোবরই দিল্লিতে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের ধরনা কর্মসূচি রয়েছে তৃণমূলের৷ ২ এবং ৩ অক্টোবর থেকে সেই ধরনা চলার কথা৷ সেই কর্মসূচিতে অভিষেকের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়েও উপস্থিত থাকতে পারেন৷
এর আগে অবশ্য অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷ এবার তাঁর বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করতে চান ইডি-র তদন্তকারীরা৷