TRENDING:

ED summons Abhishek Banerjee: মমতার 'আশঙ্কাই' সত্যি হল! অভিষেককে ফের তলব ইডি-র, এবার কলকাতাতেই জেরা

Last Updated:

অভিষেককে ফের ইডি তলব করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কয়লা পাচার কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি৷ আগামী শুক্রবার, ২ সেপ্টেম্বর সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে৷ আদালতের নির্দেশ মেনেই এবার দিল্লির বদলে কলকাতায় তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে৷
অভিষেককে তসব করল ইডি৷
অভিষেককে তসব করল ইডি৷
advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, গতকালি দলের ছাত্র সংগঠনের সভা থেকে অভিষেককে ফের ইডি তলব করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইডি সূত্রে অবশ্য খবর, গত ২৮ অগাস্ট মেল করে অভিষককে সমন পাঠানো হয়েছিল৷

আরও পড়ুন: 'কত পেলি? বলছে বন্ধুরা', পচা শরীর নিয়ে তৃণমূলকে সতর্কবার্তা সাংসদ জহরের! বাড়ল অস্বস্তি

advertisement

এর আগে কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে অভিষেককে দীর্ঘ জেরা করেছে ইডি৷ কেন তাঁকে দিল্লিতে জেরা করা হবে, এই আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক৷ সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই প্রয়োজনে অভিষেক এবং তাঁর স্ত্রীকে কলকাতায় এসে জেরা করার জন্য ইডি-কে নির্দেশ দিয়েছিল আদালত৷ এই নির্দেশের পর অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও কলকাতার বাড়িতে এসে জেরা করেছিল ইডি৷ সূত্রের খবর, অভিষেককে জেরা করতে দিল্লি থেকে কলকাতায় আসবেন ইডি-র আধিকারিকরা৷

advertisement

গতকাল মেয়ো রোডের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'এই যে আজকে অভিষেক এত ভাল বক্তব্য রাখল, দেখবেন কালই হয়তো ওকে নোটিস ধরাবে৷' অভিষেক নিজেও গতকাল বলেছিলেন,  'এত বড় সমাবেশ, লিখে রাখুন চার পাঁচ দিনের মধ্যে কিছু একটা ঘটবে৷'

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

সূত্রের খবর, অভিষেককে তলব করার সঙ্গে সঙ্গেই গোটা বিষয়টি জানিয়ে রাজ্য পুলিশকে চিঠি দিয়েও নিরাপত্তার যাবতীয় আয়োজন করার জন্য অনুরোধ করেছে ইডি৷ এ মাসের শুরুতে কয়লা পাচার কাণ্ডে চার্জশিট জমা দিয়েছিল ইডি৷ যদিও সেই চার্জশিটে কোনও ওজনদার রাজনৈতিক নেতার নাম ছিল না৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ED summons Abhishek Banerjee: মমতার 'আশঙ্কাই' সত্যি হল! অভিষেককে ফের তলব ইডি-র, এবার কলকাতাতেই জেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল