ইডি সূত্রে খবর, ওই আইপিএস অফিসাররা হলেন, জ্ঞানবন্ত সিং
, সুকেশ জৈন, রাজীব মিশ্র, তথাগত বসু, সিলভান মুরগান, স্যাম সিং, কোটেশ্বর রাও ও ভাস্কর মুখোপাধ্যায়। আগামী ২১ থেকে ৩১ অগস্টের মধ্যে এই পুলিশ কর্তাদের দিল্লিতে ইডি দফতরে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: আর পথ নেই পার্থর! এক নথিতেই সব ফাঁস, পরিবারের দিকে চোখ দিতেই চক্ষু চড়কগাছ ইডি-র
advertisement
প্রসঙ্গত, গত কয়েকদিনে পশ্চিমবঙ্গের একাধিক দুর্নীতিতে তৎপর হতে দেখা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই-কে। একদিকে নিয়োগ দুর্নীতির মামলায় প্রথমে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পরে বুধবার এসএসসি-র দুই প্রাক্তন উপদেষ্টাকে গ্রেফতার করা হয়েছে, অন্যদিকে বৃহস্পতিবারই গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। এরই মধ্যে আট আইপিএস-কে তলব করল ইডি।
আরও পড়ুন: বাধা পেরিয়ে বাড়িতে ঢুকেই অবাক সিবিআই! অনুব্রত যা করলেন, সিনেমাও হার মানবে
ইডি সূত্রে খবর, আগেও ওই পুলিশ কর্তাদের তলব করা হয়েছিল। ওই আইপিএস অফিসারদের বিরুদ্ধে শুধু নিষ্ক্রিয় থাকার অভিযোগ রয়েছে তাই নয়, সরাসরি কয়লা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগও উঠেছে। অভিযোগ, পুলিশের চোখের সামনে দিয়ে লরি করে কয়লা পাচার করত লালার লোকজন, তারপরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। মূলত আসানসোল, পুরুলিয়া এলাকাতেই চলত পাচার।
