যে পাঁচজনের নাম চার্জশিটে রয়েছে, তাঁদের প্রত্যেককেই নারদ মামলায় গ্রেফতার করেছিল সিবিআই৷ বর্তমানে প্রত্যেকেই জামিনে মুক্ত রয়েছেন৷ চার্জশিটে পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দেওয়ার পক্ষে সওয়াল করেছে ইডি৷ এই পাঁচ জনের নামে সরাসরি অভিযোগ আনা হলেও নারদ কাণ্ডে নাম জড়ানো বাকি বেশ কয়েকজন নেতার নামও চার্জশিটে উল্লেখ করা হয়েছে৷ তাঁরা হলেন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার এবং ইকবাল আহমেদ৷ চার্জশিটে ইডি জানিয়েছে, এই নেতাদের বিরুদ্ধে তাদের তদন্ত চলছে৷
advertisement
চার্জশিটে যে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁদের মধ্যে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্র জনপ্রতিনিধি৷ ফলে বিধানসভার অধ্যক্ষের মাধ্যমে তাঁদের কাছে আদালতে হাজিরা দেওয়ার সমন পাঠানো হবে৷ বাকি দুই অভিযুক্ত শোভন চট্টোপাধ্যায় এবং এসএমএইচ মির্জার কাছে সরাসরি সমন পাঠানো হবে৷
প্রসঙ্গত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পরই ফিরহাদ, সুব্রত, মদন, শোভনকে নারদ কাণ্ডে গ্রেফতার করেছিল সিবিআই৷ পরে শর্ত সাপেক্ষে জামিন পান তাঁরা৷
Amit Sarkar