TRENDING:

ED starts fresh raid in SSC Scam: সাত সকালে ফের অভিযানে ইডি! এবার কি তল্লাশি শান্তিনিকেতনে, সম্ভাবনা প্রবল

Last Updated:

গতকাল, মঙ্গলবারও অর্পিতা মুখোপাধ্যায়ের নেল পার্লার, ফ্ল্যাট সহ বেশ কয়েকটি জায়গায় হানা দিয়েছিল ইডি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অনুপ চক্রবর্তী, কলকাতা: সাত সকালে ফের ইডি তৎপরতা৷ এ দিন সকাল থেকেই সিজিও কমপ্লেক্স থেকে ফের অভিযানে বেরিয়েছে ইডি-র অন্তত দু'টি তদন্তকারী দল৷ যদিও দলগুলির গন্তব্য কোথায় তা এখনও স্পষ্ট নয়৷
বোলপুরে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি 'অপা'৷
বোলপুরে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি 'অপা'৷
advertisement

গতকাল, মঙ্গলবারও অর্পিতা মুখোপাধ্যায়ের নেল পার্লার, ফ্ল্যাট সহ বেশ কয়েকটি জায়গায় হানা দিয়েছিল ইডি৷ তার পর ফের আজ সকাল থেকেই অভিযান শুরু করল ইডি৷ মনে করা হচ্ছে, জেরায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে পাওয়া তথ্য এবং এর আগের তল্লাশিতে উদ্ধার হওয়া নথি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই তল্লাশি চালাচ্ছে ইডি৷

advertisement

যে দু'টি দল বেরিয়েছে, তার মধ্যে একটি বড় দল দক্ষিণেশ্ব, দ্বিতীয় বিবেকানন্দ সেতু ছাড়িয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে এগোচ্ছে৷ ফলে ওই দলটি শান্তিনিকেতনের দিকে যেতে পারে, এমন সম্ভাবনা প্রবল৷ কারণ শান্তিনিকেতনে পার্থ এবং অর্পিতার নামে বেশ কয়েকটি বাড়ি এবং জমির খোঁজ মিলেছিল৷ তার মধ্যে ছিল 'অপা' নামে একটি বাড়িও৷

আরও পড়ুন: মেয়ের পড়াশোনার টাকা জোগাতে হিমশিম, পার্থকে চটি ছুড়ে ভয়ে ঘরবন্দি গৃহবধূ শুভ্রা

advertisement

সূত্রের খবর, ইডি-র বেশ কয়েকজন আধিকারিক গতকাল রাতেই বোলপুুরে পৌঁছে পার্থ এবং অর্পিতা মুখোপাধ্যায়ের যে বাড়ি, জমিগুলির খোঁজ মিলেছে, সেগুলি ঘুরে দেখেছেন৷ আজ সেখানে পুরোদস্তুর তল্লাশি অভিযান হতে পারে৷

এর পাশাপাশি, ইডি-র আরও একটি দল এ দিন হাওড়ার দিকে তল্লাশিতে যেতে পারে বলে খবর৷ পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের নামে পশ্চিম মেদিনীপুরের পিংলাতেও একটি বড় স্কুলের খোঁজ মিলেছে৷ এ সব কিছুর উপরেই নজর রয়েছে ইডি কর্তাদের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

আজই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ইডি হেফাজত শেষ হচ্ছে৷ আজ ফের তাঁদের আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে ইডি৷ তার আগে পার্থ এবং অর্পিতার বিরুদ্ধে যথাসম্ভব বেশি তথ্য এবং প্রমাণ সংগ্রহে মরিয়া ইডি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
ED starts fresh raid in SSC Scam: সাত সকালে ফের অভিযানে ইডি! এবার কি তল্লাশি শান্তিনিকেতনে, সম্ভাবনা প্রবল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল