TRENDING:

ED Raid Kolkata: চিটফান্ড কাণ্ডে ফের শহর জুড়ে ইডি অভিযান! আর্থিক দুর্নীতি তদন্তে এবার কোথায় হানা...?

Last Updated:

ED Raid:আর্থিক দুর্নীতি কাণ্ডে ফের সক্রিয় ইডি। এবার কেন্দ্রীয় তদন্তকারী দলের র্যাদারে প্রয়াগ চিটফান্ড প্রাইভেট লিমিটেড। আর্থিক তছরুপ, আমানতকারীদের টাকা নয়ছয়-সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগে মঙ্গলবার অভিযান চালায় ইডি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আর্থিক দুর্নীতি কাণ্ডে ফের সক্রিয় ইডি। এবার কেন্দ্রীয় তদন্তকারী দলের র্যাদারে প্রয়াগ চিটফান্ড প্রাইভেট লিমিটেড। আর্থিক তছরুপ, আমানতকারীদের টাকা নয়ছয়-সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগে মঙ্গলবার অভিযান চালায় ইডি।
শহর জুড়ে ইডি অভিযান
শহর জুড়ে ইডি অভিযান
advertisement

সূত্রের খবর, এই কোম্পানি দিল্লিতে নিজেদের কর্মকাণ্ড শুরু করে। এই কোম্পানির অন্যতম ডিরেক্টর অভিক বাগচীর বাবা বাসুদেব বাগচীকে এর আগে একবার সিবিআই গ্রেফতার করেছিল। অভিকের বাবা বাসুদেব বাগচী এই কোম্পানির সিএমডি। এই তদন্তে নেমে মঙ্গলবার নিউ আলিপুরে সাহা কলোনির একটি ফ্ল্যাটে তল্লাশিতে নেমেছে ইডির তদন্তকারী দল। জানা যাচ্ছে ওই ফ্ল্যাটটি বাগচীদের ফ্ল্যাট নাম পরিচিত।

advertisement

আরও পড়ুন: ‘এই’ সময় ডিনার করা উচিত সুগারের রোগীদের…! বাড়বে না ওজন! ছুঁতে পারবে না রোগ-ব্যাধি! জানুন কী বলছে গবেষণা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সূত্রের খবর, দিল্লিতে বেসড এই চিটফান্ড ১৯৯৭ সাল থেকে আমানত তুলছে। ২০০৭ সালে আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার হয় এই সংস্থার কর্ণধার। সিবিআই-এর থেকে এরপর ইডি এই মামলা হাতে নেয়। সেই মামলার তদন্তেই এবার নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে ইডির রেইড চলে মঙ্গলবার। সংস্থার ডিরেক্টর এবং সিএমডির বাড়িতেও হয়েছে ইডি হানা। এছাড়াও কলকাতা শহরের বেহালা জোকা-সহ বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকেরা এই মামলার সূত্রে তল্লাশি চালাচ্ছেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ED Raid Kolkata: চিটফান্ড কাণ্ডে ফের শহর জুড়ে ইডি অভিযান! আর্থিক দুর্নীতি তদন্তে এবার কোথায় হানা...?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল