TRENDING:

Ed Raid: ফের শিরোনামে পার্থ চট্টোপাধ্যায়ের নাম! সাতসকালেই ইডি হানা, শোরগোল কলকাতায়

Last Updated:

Ed Raid: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সূত্রে খবর, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রাজীব দে নামের ওই প্রোমোটার তদন্তকারীদের আতসকাচের তলায় আসেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডি হানা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির একদম সামনেই ফের হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১/৮৩ নাকতলায় হানা দেয় ইডি। ১০ মিটার দূরেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি। ২০১৪-১৫ সালের পর এই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটারের ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। রাজীব দে নামে ওই প্রোমোটারের আরও একটি ফ্ল্যাট ১/৭৮ নাকতলায়। সেখানেও ইডি হানা দিয়েছে।
পার্থ ঘনিষ্ঠের বাড়িতে হানা
পার্থ ঘনিষ্ঠের বাড়িতে হানা
advertisement

রাজীব দে-র তৃতীয় ফ্ল্যাট ১/১০১, নাকতলা, শ্রী রাম এনক্লেভ। সেখানেও গিয়েছে ইডি টিম। এই নাকতলা অঞ্চলে একাধিক ফ্ল্যাট তৈরি করেছেন প্রোমোটার রাজীব দে। সেই বিল্ডিং গুলোর মধ্যে কোন কোন বিল্ডিংয়ে যাতায়াত বেশি ছিল, সেগুলো দেখছে ইডি টিম।

আরও পড়ুন: মাঝরাতে এল দুঃসংবাদ! প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি

advertisement

১. ১/৮৩ নাকতলা সুহাসি, ২. ১/৭৮ নাকতলা শান্তিনিকেতন, ৩. ১/১০১ শ্রীরাম এনক্লেভ। সবকটি কমবেশি ৫০-১০০ মিটারের মধ্যেই। রাজীব দে-র চতুর্থ বাড়ি, বাঁশদ্রোনী থানা এলাকার ৪, দক্ষিণ রায়নগর শ্রীরাম সেবালায়। এখানেও ইডি টিম হানা দিয়েছে।

আরও পড়ুন: সুকান্তর অভিযোগ, মুখ্যসচিব ও রাজীব কুমারকে তলব সংসদীয় কমিটির!

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সূত্রে খবর, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রাজীব দে নামের ওই প্রোমোটার তদন্তকারীদের আতসকাচের তলায় আসেন। তদন্তের সূত্রেই বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে পার্থের সঙ্গে ওই প্রোমোটারের ‘ঘনিষ্ঠতা’র বিষয়টি প্রকাশ্যে আসে। তারপর শুক্রবার সকালে ওই প্রোমোটারের বাড়িতে হানা দেন তদন্তকারীরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Ed Raid: ফের শিরোনামে পার্থ চট্টোপাধ্যায়ের নাম! সাতসকালেই ইডি হানা, শোরগোল কলকাতায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল