রাজীব দে-র তৃতীয় ফ্ল্যাট ১/১০১, নাকতলা, শ্রী রাম এনক্লেভ। সেখানেও গিয়েছে ইডি টিম। এই নাকতলা অঞ্চলে একাধিক ফ্ল্যাট তৈরি করেছেন প্রোমোটার রাজীব দে। সেই বিল্ডিং গুলোর মধ্যে কোন কোন বিল্ডিংয়ে যাতায়াত বেশি ছিল, সেগুলো দেখছে ইডি টিম।
আরও পড়ুন: মাঝরাতে এল দুঃসংবাদ! প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি
advertisement
১. ১/৮৩ নাকতলা সুহাসি, ২. ১/৭৮ নাকতলা শান্তিনিকেতন, ৩. ১/১০১ শ্রীরাম এনক্লেভ। সবকটি কমবেশি ৫০-১০০ মিটারের মধ্যেই। রাজীব দে-র চতুর্থ বাড়ি, বাঁশদ্রোনী থানা এলাকার ৪, দক্ষিণ রায়নগর শ্রীরাম সেবালায়। এখানেও ইডি টিম হানা দিয়েছে।
আরও পড়ুন: সুকান্তর অভিযোগ, মুখ্যসচিব ও রাজীব কুমারকে তলব সংসদীয় কমিটির!
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সূত্রে খবর, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রাজীব দে নামের ওই প্রোমোটার তদন্তকারীদের আতসকাচের তলায় আসেন। তদন্তের সূত্রেই বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে পার্থের সঙ্গে ওই প্রোমোটারের ‘ঘনিষ্ঠতা’র বিষয়টি প্রকাশ্যে আসে। তারপর শুক্রবার সকালে ওই প্রোমোটারের বাড়িতে হানা দেন তদন্তকারীরা।