জানা গিয়েছে, দিল্লির ইডির টিম কয়লা পাচার মামলায় এই তল্লাশি করছে। কলকাতা ও পাশ্ববর্তী বেশ কিছু জায়গায় তল্লাশি চলছে। বুধবার ভোরে দুই কার্টুন সিআরপিএফ আসে। ইডির বিশাল টিম কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় এই তল্লাশি করছে। কয়লা পাচারের টাকা কোথায় কোথায় গিয়েছে, মানি ট্রেল লিংকের সূত্রে ধরেই ইডির এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: লটারি কাটেন? সাবধান হন আজই! যা ঘটনা ঘটছে বাংলায়, সর্বস্ব খুইয়ে ফেলতে পারেন
আর্থিক প্রতারণার দায়ে ইতিমধ্যেই আটক করা হয়েছে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিককে। কলকাতার এক রেস্তোরাঁর মালিককেও খুঁজছে ইডি। কিন্তু সেই ব্যক্তি পলাতক বলে জানা গিয়েছে। কয়লা পাচার মামলায় ওই দুই ব্যক্তির যোগাযোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর। গরচার ৫এ আর্ল স্ট্রিটে অফিস থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: কলকাতার এই ৫ খাবার না খেলে জীবনই প্রায় বৃথা! কোথায় পাওয়া যায় দেখুন, চমকে উঠবেন
সন্ধে পর্যন্ত যে খবর মিলেছে, এখনও পর্যন্ত ১ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে। টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে খবর। কারণ ইডির তদন্তকারীরা মনে করছেন আরও টাকা লোকানো রয়েছে ওই অফিসে। টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হয়েছে। একদিকে টাকা গোনা চলছে। অন্যদিকে টাকা খুঁজে চলেছে ইডির আধিকারিকরা। ইডি অফিসারদের সন্দেহ, এই অফিসে আরও টাকা লোকানো রয়েছে। ১০-১২ জন ইডি অফিসার এই অফিসে তল্লাশি চালাচ্ছেন।