এদিকে, এদিন সকালেই কলকাতার চেতলার ১৭৮ পিয়ারী মোহন রায় রোডে বিশ্বরূপ বসু নামে পেশায় এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতেও হানা দেয় ইডি। নিয়োগ দুর্নীতির টাকা কীভাবে কোথায় কার কার কাছে পৌঁছেছে, তা তদন্ত করতেই এই তল্লাশি। জানা গিয়েছে, বিশ্বরূপ HRBC-তে কর্মরত। অস্থায়ী কর্মী। পাশাপাশি পরিবহণ ব্যবসা ছিল। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্ন ঘনিষ্ঠ এই ব্যবসায়ী। প্রসন্নকে গাড়ি সাপ্লাই করতেন এই ব্যবসায়ী।
advertisement
আরও পড়ুন: ৪৮ ঘণ্টা পার, স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে এখনও আয়কর তল্লাশি! কী এমন মিলল?
শুধু তাই নয়, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক জায়গায় ইডির তল্লাশি। শুক্রবার সকাল থেকে সিআরপিএফ-এর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডির তল্লাশি অভিযান।
আরও পড়ুন: ‘মুখের মতো জবাব দেবে ইন্ডিয়া!’ কেজরীওয়ালের গ্রেফতারির পর হুঙ্কার রাহুলের
লেকটাউন সহ মোট ৫ জায়গায় শুক্রবার সকাল থেকেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশি অভিযান। লেকটাউনের বাসিন্দা এসকে ঝুনঝুনওয়ালার ফ্ল্যাটে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে এসে পৌঁছায় ইডি আধিকারিকরা। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে এই ব্যক্তির যোগাযোগ সংক্রান্ত বিষয়েই জানতে চান ইডি আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই এই ফ্ল্যাটে বসবাস করেন ঝুনঝুনওয়ালা।