এ দিন সকাল থেকেই অবশ্য ইডি-র তৎপরতা তুঙ্গে৷ দক্ষিণ চব্বিশ পরগণার বিষ্ণুপুর সহ মোট দশটি জায়গায় ইডি-র তল্লাশি অভিযান চলছে বলে খবর৷ এর মধ্যে একাধিক কনসালটেন্সি ফার্মের অফিস রয়েছে৷
নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁর নাম সামনে আসার পরই সুজয়কৃষ্ণ দাবি করেছিলেন, তিনি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করেন সেই কারণেই তাঁকে হেনস্থা করা হচ্ছে৷ ফলে অভিষেককে সিবিআই তলবের দিনই সুজয়কৃষ্ণের বাড়ি এবং অফিসে ইডি হানায় জল্পনা আরও বেড়েছে৷
advertisement
আরও পড়ুন বাতিল হল ২০০০ টাকার নোট, জানিয়ে দিল RBI! ব্যাঙ্ক থেকে কীভাবে বদল, কতদিন সুযোগ?
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের মুখে প্রথম কালীঘাটের কাকুর নাম শোনা গিয়েছিল৷ কুন্তলের অভিযোগ ছিল, বেআইনি নিয়োগের জন্য তোলা টাকার একটা অংশ সে কালীঘাটের কাকুর কাছে পাঠাতো৷ এর পরেই সুজয়কৃষ্ণ ভদ্র নামে ওই ব্যক্তিকে ডেকে পাঠায় সিবিআই৷ নিজাম প্যালেসে ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে৷ এবার সেই কালীঘাটের কাকুর বাড়িতে গেল ইডি৷
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন সুজয়কৃষ্ণ ভদ্র৷ বেহালায় নিজের বাড়ির পাশেই একটি ফ্ল্যাটে সুজয়কৃষ্ণের কনসালটেন্সি ফার্মের অফিস রয়েছে৷ সেখানেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা৷