কয়লাপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় অভিষেককে৷ সেই উপস্থিতির কারণেই ইডি দফতরে সকাল থেকে ছিল নিরাপত্তার চাদরে মোড়া৷ মোতায়েন করা হয় বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী৷ কমপ্লেক্সের ভিতরে সংবাদমাধ্যমের প্রবেশো নিষিদ্ধ করা হয়েছে৷
আরও পড়ুন: প্রাথমিক দুর্নীতিতে সিবিআই তদন্তই, মানিকেও বহাল একই রায়! হাই কোর্টে রাজ্যের বিপর্যয়
advertisement
আরও পড়ুন: পর্তুগালে ভারতীয় অন্তঃসত্ত্বা মহিলার মর্মান্তিক মৃত্যু, উদ্বিগ্ন বিদেশমন্ত্রক
প্রস্তুতি ছিল দিল্লি থেকে আগত ইডি অফিসারদেরও৷ সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার দিল্লি থেকে ইডির চার নতুন অফিসার আসনে জিজ্ঞাসাবাদের জন্য৷ তাঁরা ইডির সাইবার সেলের অফিসার বলে শোনা গিয়েছে৷ এ ছাড়া শুক্রবার যে পাঁচজন ইডির দফতরে অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য প্রবেশ করেছেন, তাঁরা আগেও অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে এই পাঁচজনের দল, সেই পাঁচজনই এ দিন জিজ্ঞাসাবাদের জন্য প্রবেশ করেছেন বলে খবর৷
অনুপ চক্রবর্তী