TRENDING:

প্রথম দফা শেষ, শুরু দ্বিতীয়, অভিষেককে দফায় দফায় জেরা করছে ইডি

Last Updated:

কয়লাপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় অভিষেককে৷ সেই উপস্থিতির কারণেই ইডি দফতরে সকাল থেকে ছিল নিরাপত্তার চাদরে মোড়া৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি৷ শুক্রবার অভিষেকে ইডি দফতরের হাজিরা দেওয়ার কথা ছিল৷ প্রথমেই জানা গিয়েছিস, শুক্রবার দু-দফায় জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেককে৷ সেই মতো সকালে এক দফা শুরু হয়৷ সেখানে দুপুর পর্যন্ত প্রথম দফার জিজ্ঞাসাবাদ চলেছে৷ ইডি সূত্রে খবর, বাঁকুড়ার আইসি ছিলেন অশোক মিশ্র, তাঁর বয়ান ধরেই জিজ্ঞাসাবাদ করছে ইডি৷ প্রথম দফার জিজ্ঞাসাবাদ চলে দুপুর দুটোর বেশ কিছু পর পর্যন্ত৷ ফের ফের তিনটের পর দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি৷ সূত্রের খবর, এমন কিছু প্রশ্ন ইডি অভিষেককে করেছে, যেগুলির উত্তরে অভিষেক বলেছেন, তিনি এই বিষয়ে তেমন কিছু জানেন না৷
ফাইল চিত্র
ফাইল চিত্র
advertisement

কয়লাপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় অভিষেককে৷ সেই উপস্থিতির কারণেই ইডি দফতরে সকাল থেকে ছিল নিরাপত্তার চাদরে মোড়া৷ মোতায়েন করা হয় বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী৷ কমপ্লেক্সের ভিতরে সংবাদমাধ্যমের প্রবেশো নিষিদ্ধ করা হয়েছে৷

আরও পড়ুন: প্রাথমিক দুর্নীতিতে সিবিআই তদন্তই, মানিকেও বহাল একই রায়! হাই কোর্টে রাজ্যের বিপর্যয়

advertisement

আরও পড়ুন: পর্তুগালে ভারতীয় অন্তঃসত্ত্বা মহিলার মর্মান্তিক মৃত্যু, উদ্বিগ্ন বিদেশমন্ত্রক

প্রস্তুতি ছিল দিল্লি থেকে আগত ইডি অফিসারদেরও৷ সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার দিল্লি থেকে ইডির চার নতুন অফিসার আসনে জিজ্ঞাসাবাদের জন্য৷ তাঁরা ইডির সাইবার সেলের অফিসার বলে শোনা গিয়েছে৷ এ ছাড়া শুক্রবার যে পাঁচজন ইডির দফতরে অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য প্রবেশ করেছেন, তাঁরা আগেও অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে এই পাঁচজনের দল, সেই পাঁচজনই এ দিন জিজ্ঞাসাবাদের জন্য প্রবেশ করেছেন বলে খবর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অনুপ চক্রবর্তী

বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রথম দফা শেষ, শুরু দ্বিতীয়, অভিষেককে দফায় দফায় জেরা করছে ইডি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল