ইডি সূত্রে খবর, চন্দ্রনাথ সিনহা এবং তাঁর স্ত্রী ও ছেলের নামে থাকা বাড়ি, ফ্ল্যাট, জমি, বাজার মিলিয়ে প্রায় দশটি সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে৷ ইডি সূত্রে দাবি, এই সম্পত্তি গুলো যখন রেজিস্ট্রেশন হয়েছিল তখন সেগুলির ভ্যালুয়েশন বা বাজারমূল্য ছিল ৩.৬ কোটি টাকা৷
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গতবছরই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে হানা দিয়েছিল ইডি৷ অভিযোগ সেখান থেকে বিপুল পরিমাণ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়৷ ইডি-র অভিযোগ, সেই টাকার উৎস কী, তার কোনও সঠিক ব্যাখ্যা দিতে পারেননি চন্দ্রনাথ অথবা তাঁর পরিবারের সদস্যরা৷
advertisement
এর পর এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চন্দ্রনাথ এবং পরিবারের সদস্যদের একাধিকবার তলব করেছেন ইডি আধিকারিকরা৷ শেষ পর্যন্ত চার্জশিটেও অভিযুক্ত হিসেবে চন্দ্রনাথের নাম উল্লেখ করা হয়৷ গ্রেফতারি এড়াতে আদালত থেকে জামিনও নেন কারামন্ত্রী৷
