ইডি সূত্রের খবর, ২০১৬ সালে নোট বন্দি হওয়ার পর দেশের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাউন্টের মাধ্যমে নোট বদলের ঘটনা ঘটেছে। পুরনো নোট লগ্ন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, এবার তা নিয়েই অনুসন্ধান শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতি সূত্র দাবি, সেই সময় দেশের বিভিন্ন রাজ্যের প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের কাছে থাকা পুরনো ৫০০, ২০০০ টাকার নোট কখনও হাত ঘুরিয়ে বিভিন্নজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে বদলে নিয়েছে বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন - 'পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ' কলকাতায় জোড়া ফুলের নয়া পোস্টার নিয়ে কটাক্ষ পদ্ম ফুল শিবিরের
সেই সময় কে কত টাকা এইভাবে বদলে ফেলেছিলেন তা নিয়েই তদন্ত শুরু করতে চাইছে ইডি।দেশের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে নাম জড়িয়েছে এ রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালীর। তাদের সম্পর্কেও খোঁজ খবর নেওয়া হবে বলে ইডি সূত্রে খবর।ইডি সূত্রে আরও দাবি, নোট বন্দি পরবর্তী পর্যায়ে নোট বদল নিয়ে আয়কর দফতরের তরফে তদন্ত করা হয়। এবার সেই সকল তথ্য ও নথি চেয়ে পাঠানো হয়েছে ইডির তরফে।
আরও পড়ুুন- Ind vs Zim: মাঠের মধ্যে হতে চলেছিল ভয়ানক বিপত্তি! ইশান ও অক্ষরের ভাইরাল ভিডিও
মূলত আয়কর দফতর পুরনো নোট বদল নিয়ে তদন্ত করতে গিয়ে বেশ কয়েক জন প্রভাবশালীর অ্যাকাউন্ট থেকে এমন নোট বদলের তথ্য পান, যারা মধ্যস্থতাকারী মারফত নোট বদল করেছিলেন। সেই সকল তথ্য তুলে দেওয়া হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে, বলে সূত্রের দাবি।নোট বন্দি হওয়ার পর কেন্দ্রীয় সরকার দাবি করেছিলেন, কালো টাকা ধরা পড়বে। কিন্তু সেই কালো টাকা কি আদতে ধরা পড়েছে? এই প্রশ্ন বিভিন্ন সময় সংসদের বাইরে ও ভিতরে তোলা হয়েছে বিরোধী তরফে। এবার সেই নোট বন্দির পুরনো নোট বদল নিয়েই তদন্তের পথে হাঁটতে চলেছে অর্থ মন্ত্রকের তত্ত্বাবধানে থাকা ইডি।
Amit Sarkar