TRENDING:

Sheikh Shahjahan: যারা নেই সেই সব মাছ ব্যবসায়ীদের নামেই কেনা হত জমি, যা আসলে সবই শাহজাহনের, ইডি-র চাঞ্চল্যকর দাবি

Last Updated:

শাজাহানের নির্দেশে ভুয়ো মাছ ব্যাবসায়ীদের নামে জমি কেনা হত। যার আসল মালিক শেখ শাজাহান। শাজাহানের নিজের কোম্পানিতে ১৩৭ কোটির লেনদেন! কেন? সিন্ডিকেটের ১১ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কন্ট্রোল থাকতো শেখ শাজাহানের উপরেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শেখ শাজাহানের কোম্পানি এস কে সাবিনাতে কয়েকশ কোটি টাকা যা ( ১০৪+ ৩৩ কোটি= ১৩৭ কোটি )  টাকা নয়ছয়! শাজাহানের কোম্পানি এস কে সাবিনা ফিশারিজে  ১০৪ কোটি টাকা ঢুকেছে ম্যাগনাম এক্সপোর্ট নামে কোম্পানি থেকে , এটা ঢুকেছে ২০২১-২২ এবং  ২০২২- ২৩ সালে।
শেখ শাহজাহানকে নিয়ে বড়সড় আপডেট ইডির
শেখ শাহজাহানকে নিয়ে বড়সড় আপডেট ইডির
advertisement

শাহজাহান ঘনিষ্ঠের থেকে শাজাহানের কোম্পানিতে ৩৩ কোটি টাকা ঢোকে ২০১৮-১৯ এবং ২০১৯-২০ সালে। মোট ১৩৭ কোটি টাকা কোথা থেকে কি জন্য ঢুকেছিল কোম্পানিতে? এতো কোটি কোটি লেনদেন মধ্যে কালো টাকা সাদা হত? এই ঘটনার তদন্তে ইডি। শেখ শাজাহানের সিন্ডিকেটের ১১ জন ভুয়ো মাছ ব্যাবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট  কন্ট্রোল ও ম্যানেজ করতো শেখ শাজাহান নিজেই – এমনটাই ED সূত্রে খবর।

advertisement

শাজাহানের নির্দেশেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে  কত টাকার লেনদেন হবে তা নির্ধারিত হতো। শাজাহানের নির্দেশেই সিন্ডিকেটের ভুয়ো মাছ ব্যবসায়ীদের  নামে  জমি কেনা হতো। ওই  বেনামি প্রপার্টির আসল মালিক শেখ শাহাজান। শাজাহান কীভাবে টাকা নয়ছয় করতেন? ইডির দাবি, আদিবাসীদের বিভিন্ন ভেড়ি , জমির ছিনিয়ে নিয়ে শাহাজাহানকে জমি ব্যাবহার করতে দিত নাগদ টাকার বিনিময়ে। কিন্তু ওই টাকা সরাসরি শাহাজাহান নিত না।

advertisement

পাশাপাশি ভুয়ো চিংড়ি মাছ সাপ্লায়ারদের  সিন্ডিকেটকে ওই জমি ব্যবহারকারী টাকা দিয়ে দিতেন। এরপর  মাছ ভুয়ো সাপ্লায়রদের থেকে মাছ কিনতো শাজাহান এর কোম্পানি ( S K sabina fishary )।  এর বদলে ওই টাকা ভুয়ো চিংড়ি মাছ ব্যাবসায়ীরা এসকে সাবিনা কোম্পানি মাধ্যমে কালো টাকা সাদা করে কোম্পানি অ্যাকাউন্টে ঢুকত।  আসলে ওই টাকার কন্ট্রোল ছিল শাজাহানের । জমি হাতিয়ে কালো টাকা অনায়াসে সাদা করে  হাতিয়ে নিত শাজাহান।

advertisement

ইডি সূত্রে খবর প্রায় ১১ জন ভুয়ো চিংড়ি সাপ্লাইর এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আছে এবং এই ১১ জনের নামে জমি আছে যা আসলে শাহজাহানের । এই ১১ জনকে ইডির তরফে চিহ্নিত করা গেছে । 11 জনের নামের লিস্ট রয়েছে ইডির কাছে। শেখ শাহজাহানকে হেফাজতে নিয়ে এই ১১ জনের বিষয়ে আরো তথ্য পাওয়া যাবে বলে দাবি ইডির।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ARPITA HAZRA

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sheikh Shahjahan: যারা নেই সেই সব মাছ ব্যবসায়ীদের নামেই কেনা হত জমি, যা আসলে সবই শাহজাহনের, ইডি-র চাঞ্চল্যকর দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল