TRENDING:

ED on Partha Chatterjee: সেই SSKM, গ্রেফতারের পরই ভর্তি পার্থ, রাতেই হাই কোর্টের দ্বারস্থ ইডি! স্পেশ্যাল বেঞ্চের আবেদন

Last Updated:

ED on Partha Chatterjee: নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল ইডি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রায় ২৭ ঘণ্টা জেরার পর শনিবার সকালে এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। এরপরই তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করা হয়। সেখান থেকে তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। সেখানে বিচারক প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দিলেও শারীরিক অসুস্থতার কারণে পার্থবাবুকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন বিচারক। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ। কিন্তু নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল ইডি।
পার্থর জন্য হাই কোর্টে ইডি
পার্থর জন্য হাই কোর্টে ইডি
advertisement

শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC scam) মামলায় গ্রেফতারির পরেই এসএসকেএমে (sskm) ভর্তি হন পার্থ চট্টোপাধ্যায়। ব্যাঙ্কশাল আদালতের সেই নির্দেশে আপত্তি জানিয়ে হাইকোর্টের (high court) দ্বারস্থ হল ইডি (ED)। এমনই খবর সূত্রের। রাতেই বিশেষ বেঞ্চ গঠনের আবেদন জানিয়ে প্রধান বিচারপতি'র দ্বারস্থ ইডি। যে ভাবে নিম্ন আদালত এই নির্দেশ দিয়েছে, তা আইন মেনে হয়নি বলে অভিযোগ ইডির। তবে, এখনও এ বিষয়ে হাই কোর্টের কোনও নির্দেশ সামনে আসেনি।

advertisement

আরও পড়ুন: বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, গরম বাড়বে উত্তরবঙ্গে, মঙ্গলবার পর্যন্ত হাওয়া অফিসের বড় সতর্কতা

শনিবার এসএসকেএম হাসপাতালের কার্ডিলিওজি বিভাগের আইসিসিইউ-তে ভর্তি করা হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ আদালতের নির্দেশেই চিকিৎসার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় শনিবার সন্ধ্যায়৷ হাসপাতাল সূত্রে খবর, রাজ্যের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি রয়েছে৷ পাশাপাশি, তাঁর বুকে যন্ত্রণা হচ্ছে বলে জানিয়েছিলেন মন্ত্রী৷ এছাড়াও তাঁর পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে বলেও চিকিৎসকদের জানিয়েছিলেন পার্থবাবু৷

advertisement

আরও পড়ুন: এসএসকেএম-এ স্থানবদল পার্থর, দ্রুত ICU-তে নিয়ে যেতেই নতুন ব্যবস্থা! নজরে সকালে ১১টা

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনে বাঘের দৌরাত্ম্য কমছে! তবে পর্যটকদের দর্শন দিচ্ছে দক্ষিণরায়, পিছনে বড় কারণ
আরও দেখুন

এরপরই রাতে আইসিসিইউ ১৮ কেবিন থেকে কার্ডিওলজি বিভাগের ১ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়েছে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ১ নম্বর কেবিনে রাখার কারণ হিসেবে চিকিৎসকদের সূত্র জানাচ্ছে সেখান থেকে আইসিইউ দ্রুত পৌঁছনো যাবে। রবিবার চিকিৎসকদের টিম বেলা ১১ টা নাগাদ বৈঠক করবেন তাঁর শারীরিক অবস্থা নিয়ে। ৬ জন চিকিৎসকের মধ্যে কয়েকজন ভার্চুয়ালি। কিন্তু এবার নিম্ন আদালতের রায়ে ক্ষুব্ধ ইডি যেভাবে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল, তাতে গুঞ্জন আরও বাড়ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
ED on Partha Chatterjee: সেই SSKM, গ্রেফতারের পরই ভর্তি পার্থ, রাতেই হাই কোর্টের দ্বারস্থ ইডি! স্পেশ্যাল বেঞ্চের আবেদন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল