এর আগে গত ১২ সেপ্টেম্বর ২৪ কোটির ফ্ল্যাট প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদ করে ইডি৷ নুসরতের বিপুল পরিমাণ সম্পত্তি, ফ্ল্যাট ও বিদেশ যাত্রার দিকে প্রথম থেকেই নজর দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ আর নুসরতের বিপুল খরচের সঙ্গে তাঁর আয়ের যোগ কোথায় রয়েছে, সেটিও খতিয়ে দেখছে ইডি৷
গত ১২ সেপ্টেম্বর প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় নুসরতকে৷ সিজিও কমপ্লেক্সে চলে জিজ্ঞাসাবাদ৷ সেদিন নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছিলেন নুসরত৷ সূত্রের খবর, নুসরতের জিজ্ঞাসাবাদ করে জানতে চাওয়া হয় কতগুলি অ্যাকাউন্টে টাকা গিয়েছে৷ কেন, অভিযোগের পরেও প্রতারিতদের টাকা ফেরত দেওয়া হয়নি, উঠছে সেই প্রশ্নও৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2023 12:28 PM IST