কী ভাবে খাদ্য সামগ্রী সরিয়ে ফেলা হবে? কাদের এই চক্রে ব্যবহার করা হবে? পুরো পরিকল্পনা জ্যোতিপ্রিয়র বলেই দাবি ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিটে উল্লেখ করেছে বাকিবুর রহমানকে সামনে রেখেই এই দুর্নীতি করা হয়েছে। আর এই দুর্নীতি করতে ঢাল করা হয়েছে নিজেদের আত্মীয়, সংস্থার কর্মীদের। শুধু তাই নয় বাকিবুর রহমানের আত্মীয় অভিষেক বিশ্বাসকে সরকারি পদে চাকরি পাইয়ে দিয়েছিলেন খোদ জ্যোতিপ্রিয়। এই বিষয়টি উল্লেখ করা হয়েছে চার্জশিটে। ইডির অভিযোগ, দুর্নীতির কালো টাকা সাদা করতেও পরিকল্পনা করা হয়েছিল। এই পরিকল্পনায় সামিল করা হয়েছিল বাকিবুরের একাধিক আত্মীয়কেও। যাদের মধ্যে ছিলেন অভিষেক বিশ্বাস। কী ভাবে তাদের ব্যবহার করা হয়েছিল?
advertisement
আরও পড়ুন – Jamal Kudu Song: এই গান গাইত স্কুলের শিশুরা! কোথা থেকে এল ‘জামাল কুদু’, গানের মানে কী, জানুন
আরও পড়ুন – KIFF 2023: চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত অঞ্জন দত্তর ‘চালচিত্র এখন’, তালিকায় আরও বাংলা ছবি
ইডি চার্জশিটে উল্লেখ করেছে, অভিষেক বিশ্বাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল। সেই অ্যাকাউন্টের মাধ্যমে কালো টাকা সাদা করার প্রমাণ পেয়েছে ইডি। এমনকি ভুয়ো সংস্থার ডামি ডিরেক্টরও করা হয়েছিল তাঁকে, দাবি ইডির। আর তার অ্যাকাউন্ট ব্যবহার করার বিনিময়ে অভিষেক বিশ্বাসকে বন দফতরে চাকরি পাইয়ে দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, চার্জশিটে অভিযোগ ইডির। প্রসঙ্গত রাম স্বরূপ শর্মা, যিনি দীর্ঘদিন ধরেই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে কাজ করেন।
তাঁকেও এই দুর্নীতিতে ব্যবহার করা হয়েছিল। বিনিময়ে সরকারি চাকরি পাইয়ে দিয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়। এই অভিযোগ আগেই এনেছিল ইডি। এ বার চার্জশিটে অভিষেক বিশ্বাসকে চাকরি পাইয়ে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয় এই দুর্নীতির কালো টাকা সাদা করতে নিজের স্ত্রী ও মেয়ের নামেও অ্যাকাউন্ট খুলেছিলেন জ্যোতিপ্রিয় দাবি ইডির।