TRENDING:

অনুব্রতর ‘নকুলদানা’ মন্তব্যের জেরে তৃণমূলকেই নোটিস নির্বাচন কমিশনের

Last Updated:

বীরভূমের তৃণমূল জেলা সভাপতির এহেন মন্তব্যে প্রবল ক্ষুব্ধ নির্বাচন কমিশন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিপাকে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷ তাঁর নকুলদানা মন্তব্যের জেরে এবার নির্বাচন কমিশনের নোটিস পেল তৃণমূল কংগ্রেস ৷ উল্লেখ্য, এর আগে একাধিকবার অনুব্রত মণ্ডলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন ৷ তা সত্ত্বেও একাধিক বেলাগাম মন্তব্য শোনা গিয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির মুখে ৷
advertisement

বীরভূমের বিভিন্ন ব্লকে দলীয় সভা চলাকালীন কিছুদিন আগে অনুব্রত মণ্ডল মন্তব্য করেছিলেন ‘নকুলদানা সবাই খায় ৷ নির্বাচন কমিশনও নকুলদানা খায় ৷’ বীরভূমের তৃণমূল জেলা সভাপতির এহেন মন্তব্যে প্রবল ক্ষুব্ধ নির্বাচন কমিশন ৷ অনুব্রতর মন্তব্যে মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে প্রতিষ্ঠানের, এই মর্মে তৃণমূল কংগ্রেসকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন ৷ বারবার সতর্ক করার পরও এমন ঘটনার পুনরাবৃত্তি স্পষ্টতই লজ্জাজনক বলে নোটিসে জানিয়েছে কমিশন ৷

advertisement

পঞ্চায়েত ভোটের ‘পাঁচন’, ‘গুড়বাতাসা’-এর পর লোকসভা ভোটে ‘নকুলদানা’ ৷ রাজনীতির ময়দানে বার বার বেফাঁস মন্তব্যে বিতর্কে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল ৷ কমিশনের সতর্কতা সত্ত্বেও বেলাগাম অনুব্রতর বেলাগাম মন্তব্যে এবার কমিশনের নোটিস পেল খোদ তাঁর দল ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
অনুব্রতর ‘নকুলদানা’ মন্তব্যের জেরে তৃণমূলকেই নোটিস নির্বাচন কমিশনের