ফিরহাদের (Firhad Hakim) বিরুদ্ধে বিজেপির অভিযোগ, প্রচারে বেরিয়ে নিজের সমর্থকদের বিজেপি কর্মী ও সমর্থকদের আক্রমণ করতে উস্কানি দিয়েছেন তিনি। একটি ফেসবুক পোস্ট এর লিংক শেয়ার করে কমিশনে এই অভিযোগ আনে বিজেপি।
কমিশনের তরফে মঙ্গলবার নোটিশ জারি করে জানানো হয় বিজেপির অভিযোগ নিজস্ব সূত্রে খতিয়ে দেখেছে কমিশন। ভিডিওর সত্যতা যাচাই এর পরেই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে শোকজ নোটিস জারির সিদ্ধান্ত নেওয়া হয়। ফিরহাদ হাকিমের মন্তব্য উদ্ধৃত করে কমিশন এও জানিয়েছে এই মন্তব্য নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে। মডেল কোড অব কন্ডাক্টের ১ ও ২ নম্বর ধারা লঙ্ঘন করেছে তাঁর বক্তব্য।
advertisement
প্রসঙ্গত, ববি হাকিমের খাস তালুক কলকাতা বন্দর। সেখান থেকেই প্রার্থী হয়েছেন তিনি। আর সেই প্রচারে বেরিয়েই তাঁর একটি মন্তব্যের ভিডিয়ো প্রকাশ্যে আসে। যদিও বিজেপির অভিযোগ তুললেও ভিডিওটি ফেক বলেই দাবি করেছেন তৃণমূল প্রার্থী। ফিরহাদ হাকিমের পাল্টা অভিযোগ, তাঁকে এবং তাঁর দলকে নিয়ে অশ্লীল মন্তব্য করছিল এক BJP কর্মী। তাঁর মুখে যা বসানো হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো। ফিরহাদের কথায়, "প্রত্যেকবার ইলেকশনের আগে একটা করে এমন ফেক ভিডিয়ো BJP-র আইটি সেল ছাড়ে।"