TRENDING:

Railway News: রেলস্টেশনে থুতু ফেলেন? খবরদার...! এই ভুল নয়, ধরা পড়লেই মোটা টাকা জরিমানা, জেলও হতে পারে, সাবধান!

Last Updated:

Spitting at Railway Station: শিয়ালদহ বিভাগ রেল চত্বরে থুতু ফেলা রোধে জোরদার অভিযান শুরু করেছে। এই নিয়ম ভঙ্গের জন্য ৫০০ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে। যদি আপনিও যেখানে সেখানে থুতু ফেলে ভুল করেন, তাহলে জরিমানা করবে রেল। এখানেই শেষ নয়, এর সঙ্গে জেলও হতে পারে অপরাধকারীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শিয়ালদহ বিভাগ রেল চত্বরে থুতু ফেলা রোধে জোরদার অভিযান শুরু করেছে, এপ্রিল মাসে ৬,১৯৩ জনকে ধরে ৭.৬ লক্ষেরও বেশি জরিমানা আদায় করা হয়েছে। ২০২৫ সালের এপ্রিল মাসে শিয়ালদহ বিভাগের তরফে রেল চত্বরে থুতু ফেলার বিরুদ্ধে এক নজিরবিহীন বিশেষ অভিযান চালানো হয়েছে। এই অভিযানে রেলের প্রায় প্রতিটি স্টেশন থেকে মোট ৬,১৯৩টি থুতু ফেলার ঘটনা ধরা পড়েছে এবং মোট ৭,৬১,০৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযান পূর্ব রেলের জেনারেল ম্যানেজার  শ্রী মিলিন্দ কে. দেউস্কর সমস্ত ডিভিশনে চালিয়ে যেতে বলেছেন।
* স্টেশনে থুতু ফেলার ঘটনা, বিপুল জরিমানা আদায়
* স্টেশনে থুতু ফেলার ঘটনা, বিপুল জরিমানা আদায়
advertisement

রেল চত্বরে বা জনস্থানে থুতু ফেলা দণ্ডনীয় অপরাধ, যা ‘Indian Railways (Penalties for Activities Affecting Cleanliness at Railway Premises) Rules, 2012’ অনুযায়ী নিষিদ্ধ। বিশেষ করে, নিয়ম ৩(বি)-তে রেল চত্বরে থুতু ফেলা নিষিদ্ধ এবং নিয়ম ৪ অনুযায়ী, এই নিয়ম ভঙ্গের জন্য ৫০০ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে।এই নির্দেশিকায় আরও কঠোর ভূমিকা পালন করতে চলেছে ভারতীয় রেল। যদি যাত্রী হিসেবে আপনিও যেখানে সেখানে থুতু ফেলে ভুল করেন, তাহলে জরিমানা করবে রেল। এখানেই শেষ নয়, এর সঙ্গে জেলও হতে পারে অপরাধকারীর।

advertisement

আরও পড়ুন-দিঘায় এবার হুলস্থূল কাণ্ড…! ভিন রাজ্য থেকে ছুটে আসছে কাতারে কাতারে পর্যটক, আচমকা হলটা কী? জানলে চমকে উঠবেন

রেলওয়ে চত্বরে আবর্জনা ফেললে বা থুতু ফেললে ফাইন-সহ কারাদণ্ডের মত শাস্তি হতে পারে। রেলওয়ে স্টেশন চত্বরে, প্লাটফর্মের যেকোনও জায়গায় বিশেষত লিফ্টে, ফুট ওভার ব্রিজ গুলিতে ও ট্রেনের কামরায় থুতু বা আবর্জনা ফেললে পরিবেশের সৌন্দর্য নষ্ট হয়। গত মাসে ধরা পড়া এত বিপুল সংখ্যক থুতু ফেলার ঘটনা এক অশোভন প্রবণতা এবং নাগরিক স্বাস্থ্যবিধির প্রতি চরম অবহেলার ইঙ্গিত দেয়।

advertisement

আরও পড়ুন-মে মাসেই ‘বাম্পার ধামাকা’…! সূর্য-বুধের মহামিলনে ত্রিলোক কাঁপাবে ৫ রাশি, বুধাদিত্য রাজযোগে লাগবে লটারি, লাফিয়ে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, হবে টাকার বৃষ্টি

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

শিয়ালদহের বিভাগীয় রেল ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনা বলেছেন, “এক মাসে এতগুলি থুতু ফেলার ঘটনা ধরা পড়া অত্যন্ত হতাশাজনক। আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি ঠিকই, তবে এটি দেখাচ্ছে যে সচেতনতার খুব অভাব আছে এবং নাগরিক অভ্যাসে দ্রুত পরিবর্তন আনা দরকার।” তার বক্তব্য, রেল চত্বরে পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের সকলের সামাজিক দায়িত্ব। আসুন, আমরা সকলে একসঙ্গে আমাদের স্টেশন ও চত্বর পরিষ্কার এবং স্বাস্থ্যকর রাখি। যাত্রী এবং রেল ব্যবহারকারীদের থুতু ফেলা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। ভাল ভ্রমণের অভিজ্ঞতার জন্য রেল কর্তৃপক্ষকে সহযোগিতা করুন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Railway News: রেলস্টেশনে থুতু ফেলেন? খবরদার...! এই ভুল নয়, ধরা পড়লেই মোটা টাকা জরিমানা, জেলও হতে পারে, সাবধান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল