পূর্ব রেলের সাবারবান সেকশনের বেশ কিছু স্টেশনে প্রায়ই দেখা যায় প্যাসেঞ্জারদের দাঁড়ানোর নির্দিষ্ট জায়গাটুকু নেই, তার কারণ প্রচুর অননুমোদিত দোকান, স্টেশন ও প্ল্যাটফর্ম চত্বরের মধ্যে অবাঞ্ছিত ভাবে গড়ে উঠেছে, ফলে যাত্রীদের অপেক্ষা করার জায়গা ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে। পূর্ব রেল কর্তৃপক্ষের নজরে এসেছে যে ট্রেন যখন আসছে প্ল্যাটফর্মের ওই স্বল্প পরিসরের মধ্যে প্রচুর মানুষ একসঙ্গে কোনওরকমে ট্রেনে ওঠার এবং নামার চেষ্টা করছেন, তার ফলে অযথাই যাত্রীগণ বিপদের সম্মুখীন হচ্ছেন, কোনও কোনও ক্ষেত্রে যা দুর্ঘটনায় রূপান্তরিত হচ্ছে। এই ধরনের ঘটনা কখনোই কাঙ্খিত নয়।
advertisement
আরও পড়ুন– রাশিফল ২৬ জানুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন
পূর্ব রেল সর্বদাই এই চেষ্টা করে, যেন প্রত্যেকটি যাত্রী নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন। স্টেশন চত্বরের মধ্যে রেলের অনুমোদিত দোকানগুলি একাধারে যেমন পণ্যের গুণগত মান রক্ষা করতে পারে না, অন্যদিকে অযথাই স্টেশন চত্বরের একটি অংশ অনধিকার দখলের মাধ্যমে যাত্রীদের সমস্যা তৈরি করে। কাজেই যাত্রীদের কাছে অনুরোধ, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র স্টেশন চত্বরে এই অনুমোদিত দোকানগুলি থেকে না কিনে অন্য কোনও বিকল্প জায়গা থেকে কিনলে এই দুই সমস্যা থেকেই মুক্তি পাওয়া যেতে পারে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘‘বহু জায়গায় সমস্যা নজরে এসেছে ৷ যাত্রীরাও আমাদের তাদের অসুবিধার কথা জানিয়েছেন৷ এই অবস্থায় বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্ম দখলদার মুক্ত করার কাজ দ্রুত গতিতে করা হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে যাত্রীদের চূড়ান্ত অসুবিধার সম্মুখীন হতে হয়। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। পূর্ব রেলওয়ে, সবার কাছে প্ল্যাটফর্ম চত্বর বেআইনি দখলমুক্ত করে নিত্যযাত্রীদের যাতায়াত সুগম করার অনুরোধ জানায়।