TRENDING:

Eastern Railway: পার্সেল অফিস দুর্নীতি মুক্ত করতে সচেতনতা শিবির! সঙ্গে সেমিনার, প্রশ্নোত্তর পর্বও...

Last Updated:

* শিয়ালদহে পার্সেলশিয়ালদহ ব্যস্ততম রেলওয়ে স্টেশন। এখানে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৫ লক্ষ মানুষ চলাচল করেন।  তাই শিয়ালদহ পার্সেল অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফিসে সতর্কতা সচেতনতা অভিযান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষতার সঙ্গে পার্সেল ট্র্যাফিক পরিচালনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে শিয়ালদহের পার্সেল অফিস। শিয়ালদহ ব্যস্ততম রেলওয়ে স্টেশন। এখানে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৫ লক্ষ মানুষ চলাচল করেন।  তাই শিয়ালদহ পার্সেল অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্সেল গ্রহণের পর পার্সেল বাছাই, লেবেলিং এবং লোড করার দায়িত্ব পালন করতে হয় এই অফিসকেই। ট্রেনে পার্সেল লোডিং এবং আনলোডিং পরিচালনাও এই অফিসই করে থাকে।
advertisement

২০২৪-এই পূর্ব রেলওয়ের ভিজিল্যান্স বিভাগের তত্ত্বাবধানে শিয়ালদহ পার্সেল অফিসে সচেতনতা সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হয়।  উদ্দেশ্য ছিল পার্সেল অফিসের রেলওয়ে কর্মচারীদের মধ্যে সতর্কতা এবং সততার মূল্যবোধ প্রচার করা। সেমিনারে ভিজিলেন্স দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন এবং দুর্নীতি নির্মূলের গুরুত্ব সম্পর্কে উপস্থিত কর্মচারীদের অবহিত করেন। তাঁরা ব্যাখ্যা করেন কীভাবে দুর্নীতি রেল ব্যবস্থাকে দুর্বল করতে পারে এবং একই সঙ্গে মানুষের মনে রেল সম্পর্কে বিরূপ মনোভাব জাগাতে পারে।

advertisement

আরও পড়ুন– সিবিআই-এর নজরে সন্দীপের প্রাইভেট প্র্যাকটিস! সেখান থেকে কত আয় হত সন্দীপের ?

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সেমিনারটির পরে একটি প্রশ্ন উত্তর পর্ব আয়োজন করা হয় যেখানে, কর্মীরা সতর্কতা ও সততা সম্পর্কিত বিষয়গুলি গভীরভাবে আলোচনা করার সুযোগ পান। এই প্রচারাভিযান রেলওয়ের কার্যক্রমে স্বচ্ছতা এবং সততা নিশ্চিত করার জন্য নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ। উপস্থিত কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের কথা বলা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Eastern Railway: পার্সেল অফিস দুর্নীতি মুক্ত করতে সচেতনতা শিবির! সঙ্গে সেমিনার, প্রশ্নোত্তর পর্বও...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল