TRENDING:

চলতি মাসে শুরু হবে না ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার কাজ  

Last Updated:

টানেলের দায়িত্ব প্রাপ্ত ইঞ্জিনিয়ার সহ, কে এম আর সি এল'এর উচ্চপদস্থ আধিকারিক ইঞ্জিনিয়ার তাদেরও পরীক্ষা করানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শিয়ালদহ থেকে ধর্মতলা অবধি মেট্রোর টানেল বানানোর ফাঁড়া আর কাটছে না। আপাতত শ্রমিক ও ইঞ্জিনিয়ার মিলিয়ে যে সংখ্যক কর্মী আক্রান্ত হয়েছেন তাতে চলতি মাসে আদৌ এই অংশে কাজ শুরু করতে পারা যাবে কিনা তা নিয়ে সংশয়ে কে এম আর সি এল। এখনও অবধি ১৫০ জনের টেস্ট রিপোর্ট আসা বাকি। টানেলের দায়িত্ব প্রাপ্ত ইঞ্জিনিয়ার সহ, কে এম আর সি এল'এর উচ্চপদস্থ আধিকারিক ইঞ্জিনিয়ার তাদেরও পরীক্ষা করানো হয়েছে।
advertisement

গোটা ঘটনায় ভীষণ চিন্তিত কে এম আর সি এল কর্তৃপক্ষ। আপাতত স্যানিটাইজেশনের কাজের জন্যে বন্ধ রাখা হয়েছে প্রিন্সেপ ঘাটের কাছে কে এম আর সি এলের অফিস। ধর্মতলায় মেট্রো প্রকল্পের যে অফিস আছে তাও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। টানেল সহ গোটা অফিস এলাকা স্যানিটাইজ করা হচ্ছে বারবার। কে এম আর সি এলের ম্যানেজিং ডিরেক্টর মানস সরকার জানিয়েছেন," বেশ কয়েকজন শ্রমিককে পাঠানো হয়েছে রাজারহাটে কোয়ারেন্টাইন সেন্টারে। সকলকে নির্দেশ দেওয়া হয়েছে যাবতীয় স্বাস্থ্য সুরক্ষা বিধি বা প্রটোকল মেনে সমস্ত কাজ করতে।"

advertisement

এসপ্ল্যানেড থেকে বউবাজার অবধি অংশে কাজ বন্ধ থাকলেও, হাওড়া ময়দান, হাওড়া স্টেশন সন্নিহিত প্রকল্প এলাকায় যে ভাবে রেল পাতার কাজ শুরু হচ্ছিল তা বজায় থাকবে। তবে প্রকল্প এলাকায় প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বিধি নিষেধ থাকবে। কে এম আর সি এলের কর্তারা স্বীকার করে নিয়েছেন, গত তিন মাসে লকডাউনের জন্যে প্রকল্পের কাজ এমনিতেই ভীষণ শ্লথ হয়েছে। এবার করোনা আক্রান্ত হওয়ার কারণে সেই সমস্যা আরও বাড়ল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

অপরদিকে আর ভি এন এল কাজ করছে বাকি বেশ কিছু মেট্রো প্রকল্পে। সেখানেও শ্রমিক এবং ইঞ্জিনিয়ারদের কাজের জন্যে যাতে কোনও অসুবিধা না হয় তা দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। ছোট ছোট দল বিভিন্ন শিফটে ভাগ করে এই কাজ করে যাচ্ছে। কোনও শ্রমিক কাজে যোগ দিতে আসলে আগে তাকে কোয়ারেন্টাইনে রাখা হবে। তারপরে কাজে যোগ দিতে বলা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
চলতি মাসে শুরু হবে না ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার কাজ  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল