মেট্রো কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার সূচনাপর্বে মাত্র একটাই ট্রেন চালানো হবে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত। সাড়ে ৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় লাগবে ১৪ মিনিট। তবে আজ উদ্বোধনের পর যাত্রী পরিষেবা শুরু হবে না। শুক্রবার থেকে যাত্রী নিয়ে রেক ছুটবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ২০ মিনিট অন্তর ট্রেন চালানো হবে। পরে যাত্রীসংখ্যা বাড়লে ট্রেনের সময়সূচি পরিবর্তিত হবে। টিকিটের দাম হবে ৫ এবং ১০ টাকা। সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত স্টেশনগুলি হল সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল এবং সল্টলেক স্টেডিয়াম।
advertisement
উল্লেখ্য, এই প্রথম মেট্রোতে স্ক্রিন ডোরের ব্যবস্থা থাকছে ইস্ট-ওয়েস্ট মেট্রোতে। এর ফলে আত্মহত্যা আটকানো সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও এই স্টেশনগুলি হচ্ছে আন্তর্জাতিক মানের।