TRENDING:

যাত্রী পরিষেবা শুরু ইস্ট ওয়েস্ট মেট্রোয়    

Last Updated:

প্রথম ৫০ যাত্রীর হাতে তুলে দেওয়া হল গোলাপ। প্রথম টোকেন পাওয়া যাত্রীকে দেওয়া হল স্মারক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল আটটা। কয়েক সেকেন্ড আগেই দরজা বন্ধ করার জন্য সংকেত দিয়েছেন চিফ অপারেশন ম্যানেজার। দরজা বন্ধ করলেন মেট্রোর সিনিয়র মোটরম্যান শ্যামল কুমার চৌধুরী। বাণিজ্যিক ভাবে ইস্ট ওয়েস্ট মেট্রো চালুর পর প্রথম ট্রেনের মোটরম্যান তিনিই। আর তারপরেই সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ছুটল যাত্রীবাহী প্রথম ইস্ট-ওয়েস্ট মেট্রো। ভ্যালেনটাইন্স ডের সকালে মেট্রোর প্রথম ৫০ জন যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল। দেওয়া হয় ইস্ট ওয়েস্ট মেট্রোর বিবরণ-সহ একটি বই। প্রথম দিনের সফরে আপ্লুত যাত্রীরা।
advertisement

১৯৮৪ সালে কলকাতায় যখন প্রথম মেট্রো চালু করা হয়, তার আগে মস্কোতে নিয়ে গিয়ে মোটরম্যানদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল । ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য় অবশ্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে বেঙ্গালুরুতে। তারপর সল্টলেকের মেট্রো লাইনে চলেছে প্রশিক্ষণ। অবশেষে আধুনিক রেক চালিয়ে যাত্রীদের নিয়ে প্রথম ইস্ট ওয়েস্ট মেট্রো চালক হিসাবে নাম তুললেন শ্যামলবাবু। এরকম একটা ইতিহাসের সাক্ষী থাকতে পেরে বেশ খুশি তিনি। তাঁর কথায়, "কোনও টেনশন কাজ করছে না। উল্টে বেশ ভালোই লাগছে।" ঠিক ১৪ মিনিটের মাথায় সল্টলেক স্টেডিয়াম মেট্রো নিয়ে গিয়ে চওড়া হাসি হাসলেন শ্যামল চৌধুরী।

advertisement

প্রথম বাণিজ্যিক যাত্রায় হাজির ছিলেন কলকাতা মেট্রো রেলওয়ে করপোরেশন বা কেএমআরসিএলের আধিকারিকরা। কেএমআরসিএলের চিফ ইঞ্জিনিয়র বিশ্বনাথ দেওয়ানজী বলেন, "অনেকদিন ধরে এই প্রকল্পের সাথে জড়িয়ে আছি। আজকে যখন টিকিট কাউন্টারে এত মানুষের ভিড় দেখছি, তখন বেশ ভালো লাগছে।" এদিন সকাল থেকে অবশ্য চোখে পড়ার মতো আগ্রহ ছিল সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে। হাজির ছিলেন এমন এমন যাত্রী, যাদের সঙ্গে মেট্রো জড়িয়ে আছে ওতোপ্রোত ভাবে।

advertisement

২০০৯-এর ৯ সেপ্টেম্বর দুবাইয়ে মেট্রো চলা শুরু হয় । সেই সময় ওই মেট্রোর প্রথম দিনের যাত্রী ছিলেন রাজীব রায়। সল্টলেকের বাসিন্দা রাজীববাবু দীর্ঘদিন কাজের জন্য দুবাইয়ে ছিলেন। সেই মেট্রোর প্রথম দিনের যাত্রায় তিনি ছিলেন। আর শুক্রবার তিনিই ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম যাত্রী, যে প্রথম টোকেন হাতে পেয়েছেন। তিনি বলেন, "পাড়া দিয়ে মেট্রো যাবে। ফলে মজা ও আনন্দ দুটোই হচ্ছে।" ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম মহিলা যাত্রী  সোমা দত্ত রায় যিনি টোকেন হাতে পেয়েছেন। প্রথম যাত্রায় ছিলেন তিথি হালদার, তিনি ১৯৮৪ -র ২৪ অক্টোবর প্রথম কলকাতা মেট্রোর সওয়ারি ছিলেন। তিনি বলেন, "কলকাতার দুই প্রান্তের মেট্রোতেই প্রথম দিনের যাত্রী হতে পেরে বেশ ভালো লাগছে। তবে ১৯৮৪ সালে উদ্বোধনের দিন এত ভিড় হয়ে গিয়েছিল যে গেট বন্ধ করে দিতে হয়েছিল। এবার অবশ্য তা হয়নি।" মেট্রোয় বসে সহযাত্রীদের এই গল্পই শোনাচ্ছিলেন তিথি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

Abir Ghoshal

বাংলা খবর/ খবর/কলকাতা/
যাত্রী পরিষেবা শুরু ইস্ট ওয়েস্ট মেট্রোয়    
Open in App
হোম
খবর
ফটো
লোকাল