এই কাজ শেষ হয়ে গেলে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে। হাওড়া থেকে সেক্টর ফাইভ মেট্রো পথে যাতায়াত সহজ হয়ে যাবে। কিছুদিন আগেই KMRCL জানিয়েছিল “রিস্ক ফ্যাক্টর” আর নেই বউবাজারে। সুড়ঙ্গ সংক্রান্ত (সিভিল) সমস্ত কাজ শেষ হয়েছে। লাইন পাতার কাজও প্রায় শেষ দুই টানেলেই। এছাড়া বউবাজারে ২৬০ মিটার অংশে ‘জিও ফিজিক্যাল ইনভেস্টিগেশন’ করা হচ্ছে। ট্যানেল ও মাটির উপরেও এটি করা হচ্ছে। বউবাজারের বিশালাকার চৌবাচ্চা বা শ্যাফট বোজানোর কাজও শুরু।
advertisement
আরও পড়ুনঃ ছোট্ট ‘আমলকি’-তেই ধরাশায়ী সুগার-কোলেস্টেরল! তবে রোজ সকালে খেতে হবে শুধু এই নিয়মেই
বাংলা নববর্ষে শুরু হতে পারে মেট্রো চলাচল। ২০১৯ সাল থেকে বারবার বিপত্তি বেধেছে বউবাজারে। দীর্ঘ পাঁচ বছর পরে অবশ্য এই সব জটিলতা মেটাতে পারল KMRCL. এবার বাকি থাকল শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অবধি গোটা পথে সিগন্যালিং ব্যবস্থা যথাযথ করা। সেই কাজ কিছুদিনের মধ্যেই শেষ হবে বলে আশাবাদী মেট্রো। এরপর কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন সারবে। তারপরেই অনুমতি মিললে শুরু হয়ে যাবে যাত্রীবাহী মেট্রো চলাচল।