TRENDING:

আই লিগের হোম ম্যাচের জন্য রবীন্দ্র সরোবরকেই বাছল দুই প্রধান ?

Last Updated:

আই লিগে কলকাতার দুই প্রধানের হোম ম্যাচের জন্য স্টেডিয়াম বাছতেই এখন ঘোর চিন্তায় ক্লাব কর্তারা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য যুবভারতী পাওয়া যাবে না ৷ তাই আই লিগে কলকাতার দুই প্রধানের হোম ম্যাচের জন্য স্টেডিয়াম বাছতেই এখন ঘোর চিন্তায় ক্লাব কর্তারা ৷ প্রাথমিকভাবে অবশ্য চলতি আইএসএলে অ্যাটলেটিকো দি কলকাতার হোম গ্রাউন্ড রবীন্দ্র সরোবরকেই বেছে নিয়েছেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান কর্তারা ৷
advertisement

ঠিক একই সমস্যায় এবছর আইএসএলের জন্য যুবভারতী পাওয়া যায়নি ৷ তাই তড়িঘড়ি এটিকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য রবীন্দ্র সরোবর স্টেডিয়ামকে নতুন করে তৈরি করে ৷ মাত্র এক মাসের মধ্যেই অবশ্য  গোটা স্টেডিয়ামের ভোলই পাল্টে যায় ৷ কিন্তু এই স্টেডিয়ামের ফ্লাডলাইট ব্যবহার নিয়েও রয়েছে সমস্যা ৷ গ্রিন ট্রাইব্যুনালের ছাড়পত্রে শর্তসাপেক্ষে ফ্লাডলাইট ব্যবহারের অনুমতি পেয়েছে রবীন্দ্র সরোবর ৷ কিন্তু আই লিগের সময় সেটা নাও পাওয়া যেতে পারে ৷ তাই এই স্টেডিয়ামের বিকল্পও ভেবে রেখেছেন ইস্ট-মোহন কর্তারা ৷ নৈশালোক ম্যাচ করার জন্য বারাসত স্টেডিয়ামকে প্ল্যান-‘বি’ হিসেবে রাখা হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আই লিগের ডার্বি ম্যাচের জন্য ইস্টবেঙ্গল শিলিগুড়িকে হোম গ্রাউন্ড হিসেবে বাছলেও এব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি মোহনবাগান ৷আই লিগ শুরু হবে ৭ জানুয়ারি। এবার টুর্নামেন্ট হবে ৯ দলের। সূচি এখনও ঠিক হয়নি। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান অবশ্য ডিসেম্বরের মাঝামাঝি নেমে পড়ছে আই লিগের জন্য অনুশীলনে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
আই লিগের হোম ম্যাচের জন্য রবীন্দ্র সরোবরকেই বাছল দুই প্রধান ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল