TRENDING:

Kolkata Road: শহরের লাইফলাইন এখন ঝুঁকির যাত্রা! ইএম বাইপাস দিয়ে অ্যাম্বুলেন্সও চলছে হেলে-দুলে

Last Updated:

শুধুমাত্র সাধারণ যানবাহন কিংবা যানবাহনের আরোহীরাই নয়, বাইপাসের ওপর নির্ভরশীল খানাখন্দের উপর দিয়েই নিত্য যাতায়াত করছে মুমূর্ষ রোগীকে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শহরের লাইফলাইন  ইএম বাইপাস (E M Bypass)। অথচ বর্ষার শুরুতেই বেহাল সেই বাইপাস। সাইন্স সিটি থেকে পাটুলি মোড় পর্যন্ত একাধিক জায়গায় খানাখন্দে ভরা বাইপাস। কোথাও বড় বড় গর্ত। আবার কোথাও বা জমে জল। বাইপাস কার্যত এখন মরণফাঁদ। কোনও কোনও জায়গায় রাস্তার এমনই বেহাল অবস্থা যে কলকাতা পুলিশের পক্ষ থেকে ঘিরে রাখা হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা পঞ্চান্ন গ্রাম ক্রসিং, কালিকাপুর মুকুন্দপুর, রুবি ক্রসিং সংলগ্ন বাইপাস। অনেক গর্তই ভরে রয়েছে জলে। ফলে বিশেষ করে বাইক চালকেরা  মাঝেমধ্যেই সম্মুখীন হচ্ছেন দুর্ঘটনার। বাইপাসের  বেশ কিছু জায়গার এতটাই হাল খারাপ যে , বাইপাস নাকি পুকুর, মাঝে মধ্যেই বোঝা দায় হয়ে উঠছে পথচারীদের। ভাঙাচোরা রাস্তার অনেক জায়গাই রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে স্বাভাবিকভাবেই যানবাহনের গতি শ্লথ হয়ে পড়ছে। সবচেয়ে শোচনীয় অবস্থা সাইন্সসিটি থেকে পাটুলি যাওয়ার লেনের।
advertisement

পাটুলি থেকে সাইন্সসিটি যাওয়ার লেনেও খানিক জায়গায় রাস্তার হাল বেহাল থাকলেও উল্টোদিকের লেনের একাধিক জায়গা ক্ষতবিক্ষত। শুধু ছোট-বড় গর্ত, বা রাস্তায় জল জমে থাকাই নয়, অনেক জায়গাতেই রাস্তার পিচ উঠে একেবারে বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা। প্রতি পদে পদে বিপদের আশঙ্কা।

ফিবছর বর্ষা আসতে না আসতেই বাইপাসের এই হাল নজরে আসে। প্যাচওয়ার্কের কাজও হয়। অথচ কদিন পরেই যে কে সেই। আতঙ্ককে সঙ্গী করেই যাতায়াত করেন পথচলতি মানুষ। বেহাল রাস্তার কারণে ক্ষতি হচ্ছে যানবাহনেরও। এমনই একজন চালকের কথায়, জীবনের ঝুঁকি তো থাকছেই, সেইসঙ্গে গর্তে পড়ে গাড়ির যন্ত্রাংশেরও ক্ষতি হচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসনের উচিত অবিলম্বে বাইপাসের হাল ফেরানো।

advertisement

শুধুমাত্র  সাধারণ যানবাহন কিংবা যানবাহনের আরোহীরাই নয়, বাইপাসের ওপর নির্ভরশীল খানাখন্দের উপর দিয়েই নিত্য যাতায়াত করছে মুমূর্ষ রোগীকে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সও। বাইপাস লাগোয়া বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল রয়েছে। সব সময় সেই অ্যাম্বুলেন্সও  এই ভাঙাচোরা রাস্তার উপর দিয়েই চলছে হেলেদুলে। কলকাতা পুরসভার প্রশাসক  বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, 'শহরের বেশ কিছু রাস্তা খারাপ হওয়ার খবরও পেয়েছি। আমি সংশ্লিষ্ট বিভাগকে বলেছি সমস্ত বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে সেইসব রাস্তা মেরামত করতে। আর  বাইপাসটি যেহেতু 'কেএমডিএ' এর আওতাধীন তাই ওদেরও বলবো টেককেয়ার করতে'।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Road: শহরের লাইফলাইন এখন ঝুঁকির যাত্রা! ইএম বাইপাস দিয়ে অ্যাম্বুলেন্সও চলছে হেলে-দুলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল